1. বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি
বিজেপির উত্তরকন্যা অভিযান আটকালো পুলিশ । মিছিলে পুলিশের কাঁদানে গ্যাসের সেল ।
2. বনধকে নৈতিক সমর্থন, কৃষকদের পাশে থাকার বার্তা মমতার
কৃষক আন্দোলনের পাশে আছি, থাকব । বনধকে নৈতিক সমর্থন করছি। মেদিনীপুর কলেজ মাঠে জনসভার মঞ্চ থেকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তাঁর বার্তা, তৃণমূল অতীতকে ভোলে না ৷ নবান্নের ধান ছুঁয়ে মমতার শপথ, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের কথা আমি ভুলিনি ৷"
3. নবান্নের সামনে রাজীব, মেদিনীপুরে মমতার পোস্টারের সামনে শুভেন্দুর, শুরু নতুন জল্পনা
মুখ্য়মন্ত্রীর সভার প্রচারে লাগানো পোস্টারের সামনেই এবার দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার ৷ সেখানে লেখা ‘আমরা দাদার অনুগামী’ ৷ অন্য়দিকে, নবান্নের সামনে পোস্টার পড়ল রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷
4. কী লেখা ছিল সুদীপ্তর সেই চিঠিতে ?
সুদীপ্ত সেনের চিঠি নিয়ে এখন তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে । রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নাকি তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন । এই বিস্ফোরক দাবি করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠিটি লিখেছেন সারদা কাণ্ডের মূল অভিযুক্ত । কী লেখা রয়েছে সেই চিঠিতে ? ইটিভি ভারতের কাছে এল চিঠির কপি । যদিও চিঠিটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
5. সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করলেন কেজরি
সরকারের সঙ্গে কৃষকদের প্রতিনিধিদের একাধিকবার বৈঠক হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি । এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা । তার আগে বিক্ষোভস্থানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল । পাশাপাশি , কৃষকদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখবেন তিনি ।