1. নতুন আইনে কৃষকদের সুবিধা বেড়েছে, বিক্ষোভের মাঝে "মনের কথা" মোদির
ইতিমধ্যেই কৃষকদের বক্তব্য শুনতে কেন্দ্রীয় সরকার রাজি বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তবে একটি শর্তও দিয়েছেন তিনি । এরই মাঝে ফের কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী ।
2. আমা ডাবলাম সামিটে গিয়ে অসুস্থ সত্যরূপ, শৃঙ্গ জয়ের পথে দেবাশিস-মলয়
কোরোনার কারণে এবার পর্বতারোহণ স্থগিত হয়ে গিয়েছিল । তবে নভেম্বর মাসের শুরুতে নানা প্রতিকূলতার মাঝেও 3 বাঙালি পর্বতারোহী বেরিয়ে পড়েন নেপালে । লক্ষ্য এবার আমা ডাবলাম । উচ্চতা 6812 মিটার । বহু প্রতিক্ষার পর আবহাওয়ার সঠিক খবর পেয়ে আজ চূড়ান্ত আরোহণের বিষয়টি ঠিক হয় ।
3. বাড়ানো হল এক গুচ্ছ স্পেশাল ট্রেনের মেয়াদ
যাত্রী সুবিধার্থে ও ভিড় সমাল দিতে বাড়ানো হল ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনগুলির মেয়াদ । বেশ কয়েকটি রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে ৷
4. গঙ্গাসাগরে জনসমাগম রুখতে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন চিকিৎসকদের
বর্তমানে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি । এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় জনসমাগম চাইছেন না রাজ্যের চিকিৎসকরা ।
5. ছত্তিশগড়ে IED বিস্ফোরণে শহিদ এক জওয়ান
IG সুন্দররাজ পি জানিয়েছেন, গতকাল নিরাপত্তাবাহিনী তাদমেটলা গ্রামের কাছে একটি জঙ্গলে নকশাল বিরোধী অভিযান চালানোর সময় বিস্ফোরণ হয় । এই ঘটনায় কোবরা 206 ব্যাটলিয়নের সাত জওয়ান জখম হয়েছেন । তাদের জঙ্গল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।