পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Nov 29, 2020, 11:00 AM IST

  1. সিরিজ় বাঁচানোর ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত, টসে জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার

ভারতের কাছে সিরিজ় বাঁচানোর লড়াই ৷ অন্যদিকে অস্ট্রেলিয়া তাকিয়ে থাকবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় ঘরে তোলার দিকে ৷ এই পরিস্থিতিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ৷

2. মন্ত্রিত্ব ছাড়ার পর আজ মহিষাদলে প্রথম সভা শুভেন্দুর

মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদও ছেড়েছেন । তবে এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একটি স্মরণসভায় অনুষ্ঠান থেকে প্রকাশ্যে বক্তব্য রাখবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ।

3. ছত্তিশগড়ে IED বিস্ফোরণে শহিদ এক জওয়ান

ছত্তিশগড়ে IED বিস্ফোরণে শহিদ হলেন ব্যাটলিয়নের অ্যাসিসট্যান্ট কমান্ডো নিতিন মালেরাব । ঘটনায় জখম আরও সাত CRPF জওয়ান । তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর । গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের সুকমা জেলায় । নকশালরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

4. গঙ্গাসাগরে জনসমাগম রুখতে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন চিকিৎসকদের

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে উদ্বিগ্ন রাজ্যের চিকিৎসক মহল । গঙ্গাসাগর মেলায় জনসমাগম রুখতে স্বাস্থ্য দপ্তরের কাছে আর্জি জানাল রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম । এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্জি জানাবে তারা । সংক্রমণ রুখতে গঙ্গাসাগর মেলায় যাতে জনসমাগম না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা ।

5. @জনতা : কাঁসাইয়ের পাড় আবর্জনায় অতিষ্ঠ

মেদিনীপুর থেকে প্রায় দুই কিলোমিটার৷ কালগাং এবং মালিয়ারা গ্রাম৷ ওই গ্রামের ধার দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী৷ পাড় ভাঙন সমস্যা বহু দিনের৷ পাড়ে জমছে কচুরিপানা, আবর্জনা৷ ছড়াচ্ছে দুর্গন্ধ৷ সেখানকার মানুষের অভিযোগ-অনুযোগের কথা @জনতা-য় ৷

6. রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার, 24 ঘণ্টায় আক্রান্ত 3,459

রাজ্যে কমছে কোরোনা আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 459 জন ৷ মৃত্যু হয়েছে 52 জনের ৷

7. বিধানসভা নির্বাচনে শুভেন্দুই কি তৃণমূলকে সরানোর মূল কান্ডারি ?

তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর পাকাপাকি বিচ্ছেদ শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা । দুটি প্রশ্ন এখন বাংলার রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপর থেকে সরে গেলে কি তিনি বুদবুদের মতো মিলিয়ে যাবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিকা থেকে ? নাকি আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দুই হয়ে উঠবেন তৃণমূলের ক্ষমতা থেকে অপসারণের মূল কান্ডারি ।

8.3 ডিসেম্বর চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

অপেক্ষার অবসান । অবশেষে মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের দিন চূড়ান্ত হল । আগামী 3 ডিসেম্বর উদ্বোধন হবে ব্রিজ । উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

9. ক্রিকেট ডার্বিতেও ইস্টবেঙ্গলের হার

ইন্ডিয়ান সুপার লিগের ডার্বির পরে ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের ৷ শনিবার বেঙ্গল টি-20 টুর্নামেন্টে মাত্র 1 রানে ইস্টবেঙ্গলকে হারায় মোহনবাগান । ডার্বিতে পরাজয়ের সঙ্গে এই টুর্নামেন্টে লাল হলুদ হারের হ্যাটট্রিকও করল । এর আগে শিবসাগর সিংয়ের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল হেরেছিল টাউন ক্লাব এবং তপন মেমোরিয়ালের বিরুদ্ধে ।

10. সোনারপুরে শুভেন্দুর পোস্টার ; মা ছাড়া দাদা-দিদি হয় না, মন্তব্য জেলা সভাপতির

শুভেন্দু অধিকারীর অনুগামীর পোস্টারকে কেন্দ্র করে সরগরম সোনারপুর । এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ, এ কাজ BJP-র । সোনারপুরের BJP নেতা বসন্ত শেঠিয়া জল্পনা উস্কে বলেন, এখানকার অনেকেই BJP-তে আসবেন । অন্যদিকে, দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, "মা ছাড়া দাদা ও দিদি হয় না ।"

ABOUT THE AUTHOR

...view details