1. নজরদারির অভাবে হাইকোর্টের নো এন্ট্রি উপেক্ষা করেই ভিড় , মাস্ক নেই অনেকের
সপ্তমীর রাতে বোলপুরের জামবুনি , উদয়াচল , মিশনকম্পাউন্ড , ত্রাণ সমিতি , কাছারিপট্টি, দেবেন্দ্রগঞ্জ প্রভৃতি সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপগুলিতে মানুষের জমায়েত ছিল দেখার মতো । নো-এন্ট্রি বোর্ড উপেক্ষা করে মণ্ডপে প্রবেশ করছিল দর্শনার্থীরা । কারও মুখেই মাস্ক ছিল না ।
2. সবুজ বাংলার আহ্বান বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীনে
বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীনের এবারের দুর্গাপুজোর থিম- সবুজ বাংলা ৷ নগরায়নের ফলে দিন দিন কমছে জঙ্গল এলাকা ৷ সাধারণ মানুষকে গাছ না কাটার বার্তা দিতেই এই থিম বেছে নেওয়া হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷
3. সৌমিত্রের ঘোষিত যুব মোর্চার সমস্ত কমিটি বাতিল দিলীপের
BJP সূত্রে খবর, 20টি জেলা থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলীপ ঘোষের কাছে এসেছে । BJP-র জেলা সভাপতিদের অভিযোগ, সৌমিত্র খাঁ নিজের লোককে যুব মোর্চার জেলার সভাপতি পদে বসাচ্ছেন । BJP-র গঠনতন্ত্র না মেনে কাজ করছেন সৌমিত্র ।
4. স্বাস্থ্যবিধি অমান্য, কলকাতায় সপ্তমীতে গ্রেপ্তার 699
সপ্তমীতে মাস্ক না পরার জন্য 595 জনকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 72 জনকে । রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে ।
5. "অশুভ অন্তে শুভ উত্থান", এবারও সময়োচিত থিম তাম্রলিপ্ত সেবক সংঘের
অভিনব থিমের জন্য পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুকের তাম্রলিপ্ত সেবক সংঘের পুজো । পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে থিম চয়ন উদ্যোক্তাদের অভ্যাসে পরিণত হয়েছে । আর সেই রীতিমতোই 2020 সালের এবছরের থিম "অশুভ অন্তে শুভ উত্থান"। 2020 সালকে অশুভ সময়ের শেষ লগ্ন ধরে শুভ সময়ের আহ্বান করেছেন পুজো উদ্যোক্তারা ।