পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9টা - Top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়

By

Published : Oct 24, 2020, 9:10 AM IST

1. নজরদারির অভাবে হাইকোর্টের নো এন্ট্রি উপেক্ষা করেই ভিড় , মাস্ক নেই অনেকের

সপ্তমীর রাতে বোলপুরের জামবুনি , উদয়াচল , মিশনকম্পাউন্ড , ত্রাণ সমিতি , কাছারিপট্টি, দেবেন্দ্রগঞ্জ প্রভৃতি সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপগুলিতে মানুষের জমায়েত ছিল দেখার মতো । নো-এন্ট্রি বোর্ড উপেক্ষা করে মণ্ডপে প্রবেশ করছিল দর্শনার্থীরা । কারও মুখেই মাস্ক ছিল না ।

2. সবুজ বাংলার আহ্বান বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীনে

বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীনের এবারের দুর্গাপুজোর থিম- সবুজ বাংলা ৷ নগরায়নের ফলে দিন দিন কমছে জঙ্গল এলাকা ৷ সাধারণ মানুষকে গাছ না কাটার বার্তা দিতেই এই থিম বেছে নেওয়া হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷

3. সৌমিত্রের ঘোষিত যুব মোর্চার সমস্ত কমিটি বাতিল দিলীপের

BJP সূত্রে খবর, 20টি জেলা থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলীপ ঘোষের কাছে এসেছে । BJP-র জেলা সভাপতিদের অভিযোগ, সৌমিত্র খাঁ নিজের লোককে যুব মোর্চার জেলার সভাপতি পদে বসাচ্ছেন । BJP-র গঠনতন্ত্র না মেনে কাজ করছেন সৌমিত্র ।

4. স্বাস্থ্যবিধি অমান্য, কলকাতায় সপ্তমীতে গ্রেপ্তার 699

সপ্তমীতে মাস্ক না পরার জন্য 595 জনকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 72 জনকে । রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে ।

5. "অশুভ অন্তে শুভ উত্থান", এবারও সময়োচিত থিম তাম্রলিপ্ত সেবক সংঘের

অভিনব থিমের জন্য পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুকের তাম্রলিপ্ত সেবক সংঘের পুজো । পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে থিম চয়ন উদ্যোক্তাদের অভ্যাসে পরিণত হয়েছে । আর সেই রীতিমতোই 2020 সালের এবছরের থিম "অশুভ অন্তে শুভ উত্থান"। 2020 সালকে অশুভ সময়ের শেষ লগ্ন ধরে শুভ সময়ের আহ্বান করেছেন পুজো উদ্যোক্তারা ।

6. রাজ্যে দৈনিক সংক্রমণ 4 হাজার ছাড়াল

রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 36 হাজার 471 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 676 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 98 হাজার 587 জন সুস্থ হয়ে উঠেছে ।

7. দুই দলেরই ডু অর ডাই ম্য়াচ, মুখোমুখি হায়দরাবাদ ও পঞ্জাব

পঞ্জাব ও হায়দরাবাদ, দুটি দলই প্রায় একই জায়গায় আছে ৷ দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে ৷ জিতেছে 4টি করে ম্যাচ ৷ দুই দলেরই পয়েন্ট 8 ৷ তবে রানরেটের বিচারে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ এবং 6 নম্বরে আছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাই প্লে অফে জায়গা করে নিতে দুই দলকে বাকি 4টি ম্যাচ জিততেই হবে ৷

8. আবু ধাবিতে দুরন্ত দিল্লির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই নড়বড়ে KKR-এর

দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছেন ৷ পরপর দুই ম্যাচে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ কিন্তু তাঁর শতরান সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি ৷

9. চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, "খুব বেশি সাড়া দিচ্ছেন না তিনি । আজ আমরা ভালো করে তাঁর EEG পর্যবেক্ষণ করেছি । ওঁকে সজাগ রাখার চেষ্টা চালাচ্ছি । আজ আবার CSF করা হয়েছে । ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েডের জন্য খুব সামান্য সাড়া দিয়েছেন ।"

10. ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন মহেশ ভাট, দাবি অভিনেত্রী লুভিয়েনা লোধের

মহেশ ভাটকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন বলে দাবি করলেন অভিনেত্রী লুভিয়েনা লোধ । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মহেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details