পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9টা - টপ নিউজ় সকাল 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়

By

Published : Oct 17, 2020, 9:07 AM IST

1. সকালে ফের ধোঁয়া মধ্য কলকাতার বহুতলে, পৌঁছাল দমকলের ইঞ্জিন

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । সকাল সাতটা পর্যন্ত চলে কুলিং করার কাজ । দমকলের পক্ষ থেকে রাতেই কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন । কিন্তু এরপরই বিল্ডিংয়ের ছয়তলা থেকে ফের ধোঁয়া বের হতে দেখা যায় ।

2. মধ্য কলকাতার আটতলা ভবনে ভয়াবহ আগুন, মৃত 2

খবর পেয়েই দুর্ঘটনাস্থানে যান পুলিশ কর্তারা । যান দমকল মন্ত্রী সুজিত বসু ।

3. কোরোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভরতি হাসপাতালে

এবার কোরোনায় আক্রান্ত দিলীপ ঘোষ । গতকালই তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

4. NEET-র সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম 50-এ পশ্চিমবঙ্গের 2

প্রকাশিত হয়েছে NEET 2020-র ফলাফল । এই প্রবেশিকায় সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম 50-স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন পরীক্ষার্থী । তবে, গত বছরের তুলনায় NEET 2020-তে পশ্চিমবঙ্গের পাশের হার কমেছে ।

5. পুজোর 4 দিনই বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গে

19 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তা পরবর্তী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ৷

6. তৃণমূলের হাথরস-প্রতিবাদ মিছিলে নির্যাতিতার নাম ! নিন্দা বিরোধীদের

2018 সালে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী কোনও অবস্থাতেই নির্যাতিতার ছবি বা নাম প্রকাশ্যে আনা যাবে না । এমনকী নির্যাতিতার মৃত্যু হলেও প্রকাশ করা যাবে না পরিচয় । সোশাল মিডিয়া ও মিছিলেও নির্যাতিতার নাম ব্যবহার করা যাবে না । কিন্তু শিলিগুড়িতে তৃণমূলের মিছিলে থাকা ব্যানারে নির্যাতিতার নাম দেখা যায় ৷ তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

7. ফের রেকর্ড সংক্রমণ, কমছে সুস্থতার হার

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 61 জনের ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5 হাজার 931 জন ৷ রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 32 হাজার 500 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 194 জন ৷

8. ডি'কক-রোহিত ঝড়ে উড়ে গেল কলকাতা

কুইন্টার ডি'কক এবং রোহিত শর্মার ঝড়ে উড়ে গেল কলকাতা । 149 রানের লক্ষ্য মাত্র দুই উইকেট খুঁইয়ে তুলে দিল মুম্বই । মুম্বইয়ের দুই ওপেনারের ঝড়ের পর শেষ বেলায় তাণ্ডব দেখান হার্দিক পাণ্ড্য । সহজের আট উইকেট জিতল মুম্বই ।

9. তৃণমূলে যোগ উত্তর বসিরহাটের CPI(M) বিধায়কের

লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল BJP । বসিরহাট লোকসভা কেন্দ্রের অনেকগুলি বিধানসভায় ভোটের নিরিখে এগিয়ে যায় BJP । তাই এবার '21-এর নির্বাচনের আগে জেলায় নিজেদের জায়গা শক্ত করতে প্রস্তুতি নিচ্ছে শাসকদল । সেক্ষেত্রে গতকাল উত্তর বসিরহাটের CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম দলে যোগ দেওয়ায় অনেকটাই লাভ হবে বলে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ।

10. নওয়াজ়ের বিরুদ্ধে স্টেটমেন্ট রেকর্ড করলেন আলিয়া

স্বামী নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে স্টেটমেন্ট রেকর্ড করলেন আলিয়া সিদ্দিকি । এক সর্বভারতীয় সংবাদমাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে খবরটি ।

ABOUT THE AUTHOR

...view details