1. বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানায় মৃত বেড়ে 30; উদ্ধারকাজে সেনা, NDRF
ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ ।
2.সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । গতকাল একথা জানান ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।
3. মেডিকেলে দুর্গাপুজো বাতিল "সদর্থক পদক্ষেপ", রাজ্যকেও সতর্কবার্তা চিকিৎসক সংগঠনের
একাধিক চিকিৎসক সংগঠনের বক্তব্য, দেশের পাশাপাশি এ রাজ্যে যেভাবে সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের পরিস্থিতিতে যেখানে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার দিক, যেটা সরকারের তরফে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, মেনে চলতে বাধ্য হন, সেটা হচ্ছে না।
4. প্রবল বৃষ্টিতে ভাসল পুনে, মুম্বইয়ে রেড অ্যালার্ট
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে , আজ ও কাল মুম্বইয়ে ভারী বৃষ্টি হবে । রেড অ্যালার্ট জারি করা হয়েছে । শুধুমাত্র মুম্বই নয় , থানে ও পুনে-য় আজ এবং কালও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।
5. রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে কোরোনা
রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 31 হাজার 505 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 96 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 68 হাজার 384 জন সুস্থ হয়ে উঠেছে ।