পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9টা - Top news at 9 a.m

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়

By

Published : Oct 12, 2020, 9:06 AM IST

1. সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । যে কোনও সময় তাঁকে ভেন্টিলেশন দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

2. ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি, কচ্ছ থেকে আটক কিশোর

ঝাড়খণ্ড পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ গুজরাতের কচ্ছ এলাকা থেকে আটক করা হয় বছর 16-র ওই কিশোরকে ।

3. ন'তলা ভবনবিশিষ্ট নতুন পলিটেকনিক কলেজ পেল বেহালা

বেহালার পর্ণশ্রীতে দেড় একর জমির উপর তৈরি হওয়া পলিটেকনিক কলেজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। ন'তলা ভবনবিশিষ্ট এই কলেজটি তৈরিতে খরচ পড়েছে 48 লাখ টাকা।

4. অনিশ্চিত জোট ! ঘটতে পারে বড় অঘটন

সূত্রের খবর, শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরির মধ্যে বুধবার যে ভার্চুয়াল বৈঠক হবে, সেখানে মূলত বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করার বিষয় নিয়েই আলোচনা হতে পারে ।

5. CID-কে CBI-র উপরে বসানো উচিত, মন্তব্য জ্যোতিপ্রিয়র

হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানে এসে টিটাগড়ের BJP নেতা খুনের প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "CID যে কাজ করছে , তা CBI কোনওদিন করতে পারবে না । BJP নেতা মণীশ শুক্লার খুন নিয়ে অর্জুন সিং এক এক সময় এক এক রকম কথা বলছেন । CID তদন্ত করছে । আসল সত্যটা বেরিয়ে আসবে । "

6. সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে BJP, পাগড়ি-বিতর্কে আক্রমণ কল্যাণের

BJP সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে । ইতিমধ্যে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রদপ্তর একটি টুইট করে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে । এই ঘটনাকে সংকীর্ণ স্বার্থে একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক রং দিতে চাইছে ।" পাগড়ি-বিতর্কে BJP-কে আক্রমণ করে একথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

7. পুজোর আগে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বেড়েই চলেছে কোরোনার সংক্রমণ

রাজ্যে সুস্থতার হার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে । লাগাতার পাঁচদিন ধরে কমেছে সুস্থতার হার । রাজ্যে বর্তমান সুস্থতার হার 87.84 শতাংশ ।

8. বিশেষ কিছু দ্রুতগতির ট্রেনে স্লিপারের বদলে শুধুই বাতানকুল বগি

গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল ও ডায়াগোনালগুলিতে যেসব ট্রেন 130 - 160 কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে যাবে, সেই ট্রেনগুলির নন-AC কোচ সরিয়ে দিয়ে বাতানকুল কোচ লাগানো হবে ।

9. পুজোয় সংক্রমণ রুখতে সক্রিয় ভূমিকা নিক রাজনৈতিক দলগুলি, আবেদন চিকিৎসকদের

পুজোর সময় যাতে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় সেই লক্ষে সব রাজনৈতিক দলকে সাহায্যের অনুরোধ জানাল সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ।

10. 13 তম ফ্রেঞ্চ ওপেন জিতে ফেডেরারকে ছুঁলেন নাদাল

13 টা ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি ক্লাসিক ফেডেরারের 20 টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন কিং অফ ক্লে নাদাল ।

ABOUT THE AUTHOR

...view details