পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9টা - top news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS

By

Published : Sep 18, 2020, 9:01 PM IST

1. প্রতিরক্ষা খাতে স্বয়ংক্রিয়ভাবেই 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে শিলমোহর কেন্দ্রের

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে 100 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে । এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে 49 শতাংশের উপরে বিনিয়োগের জন্য কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন । এইবার স্বয়ংক্রিয়ভাবেই 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে অনুমোদন মিলবে ।


2. বেসরকারি সংস্থাগুলিই নির্ধারণ করবে ট্রেনের যাত্রীভাড়া, ঘোষণা রেলের

যাত্রীভাড়া নির্ধারণের স্বাধীনতা থাকবে বেসরকারি সংস্থাগুলির হাতে । রেল নেটওয়ার্ক চালু করার সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ মোদি সরকারের ।


3. 23 সেপ্টেম্বর থেকে কোরোনা বিধি মেনে খুলছে পার্ক, চিড়িয়াখানা

আগামী 23 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট নিয়ম মেনে খুলে দেওয়া হবে চিড়িয়াখানা এবং পার্ক। বন দপ্তরের অধীনে থাকা বিনোদন পার্ক এবং চিড়িয়াখানাগুলি খুলতে চলেছে মূলত।

4. জম্মু ও কাশ্মীরের উঠতি ক্রিকেটারদের সাহায্য করতে চান রায়না

রায়না আজ টুইট বার্তায় বলেন, "লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা স্যারের সমর্থন পেয়ে আমি প্রচুর আনন্দ পেয়েছি । জম্মু ও কাশ্মীরে খেলাধুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তাঁর সঙ্গে আজ একটি বৈঠক হয়েছে । আসুন আমরা এটিকে আরও বড় করে তুলি ।" জম্মু ও কাশ্মীর পুলিশ খেলাধুলোয় অসামান্য অবদান রাখার জন্যে সুরেশ রায়নার হাতে একটি স্মৃতিসৌধও তুলে দেন ।


5. কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার, প্লে স্টোরে ফিরল পেটিএম

অর্থ আদান-প্রদানকারী পেটিএম এবং পেটিএম ফার্স্ট গেমস অ্যাপটিকে প্লে স্টোর থেকে আজ সরিয়ে দেওয়া হয়েছে ৷ নিয়ম-নীতি লঙ্ঘণের কারণেই অ্যাপটিকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷


6. ইনস্টাগ্রাম ব্যবহারকারী ? নজর রাখছে না তো ফেসবুক ?

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, ক্যামেরার মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের উপর নজর রাখছে ফেসবুক ।


7. "বিভ্রান্ত হবেন না" কৃষকদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

"সরকারি সংস্থাগুলি কৃষকদের থেকে চাল, গম ও অন্যান্য ফসল আর কিনবে না বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । এটা সম্পূর্ণ মিথ্যা । নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।" বিহারের কোশি নদীর উপর একটি রেলওয়ে সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে এই বার্তা দিলেন তিনি ।


8. IPL ভালোবাসি, ভারতের কাছে কৃতজ্ঞ : পিটারসন

ক্রিকেট দুনিয়ায় কেপি নামেই বেশি পরিচিত কেভিন পিটারসন । IPL 2020-র ধারাভাষ্যকরদের প্যানেলে আছেন কেপি ।


9. শর্বরী দত্তর মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন !

শর্বরী দত্তর মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন । একজন মানুষ, যাঁর এত নামডাক, এত প্রতিপত্তি, এত শুভাকাঙ্ক্ষী যাঁর, তাঁকে কিনা ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতে হল শৌচাগারে ? কেউ টেরও পেল না ! যখন খবর পেল, ততক্ষণে সব শেষ । এমনটা হল কেন ? একাধিক মহল থেকে উঠে আসছে এই প্রশ্ন ।


10. পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ উর্মিলার

সম্প্রতি একটি টুইট করেন উর্মিলা । লেখেন, "দেশের আসল নাগরিক ও নিরপেক্ষ সংবাদমাধ্যমকে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ । ভুয়ো আইটি ট্রোলড ও প্রচারের বিরুদ্ধে এটা আপনাদের জয় । এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details