1. বিক্ষোভের মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা
সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিমানবন্দর চত্বর । বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । তার মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা ।
2. প্যানগং লেকের উত্তরে সেনা মোতায়েন শুরু চিনের
7 সেপ্টেম্বর প্যানগং লেকের দক্ষিণে দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পরেই সেনা মোতায়েন করতে শুরু করে PLA ৷ সরকারি সূত্র বলছে , এই মুহূর্তে উভয় পক্ষের সেনা একে অপরের থেকে অল্প দূরত্বে রয়েছে ৷ ভারতীয় সেনা তাদের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে ৷
3.কঙ্গনার অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুম্বইয়ের অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । যদিও এর আগেই দুপুরে বুলডোজ়ার দিয়ে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু করে দেয় BMC ।
4. নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
5.কাল মৎস্য সম্পদ যোজনা উদ্বোধন করবেন মোদি
আগামীকাল আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় কুড়ি হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাছ চাষিদের স্বনির্ভর করতেই এই যোজনা । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যপ্লিকেশনও উদ্বোধন করবেন । এতে যেসব মানুষ পশুপাললের সঙ্গে জড়িত তাঁরা লাভবান হবেন ।