1. ভূমিকম্পে কাঁপল রাজ্যের একাধিক জেলা
ভূকম্পন অনুভূূত হল রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ৷
2. GST-JEE-NEET নিয়ে সরব, সোনিয়ার ডাকা বৈঠকে আজ থাকবেন মমতা
আজকের বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়া , মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
3. দল হিসেবে কংগ্রেসের উভয়সংকট
আহমেদ প্যাটেল কংগ্রেসের চিফ জেনেরাল ম্যানেজার যাঁকে রাহুল গান্ধি দীর্ঘদিন ধরে এড়িয়ে চলার চেষ্টা করছেন । কিন্তু প্রিয়াঙ্কা ও সোনিয়া এখনও আহমেদ প্যাটেলের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলেন । একটা ভয় কাজ করছে যে, রাহুল গান্ধি কংগ্রেসের নেতৃত্ব গান্ধি পরিবারের বাইরে কারও হাতে তুলে দেওয়ার পক্ষপাতী । আর রাহুলের সেই ইচ্ছা যাতে বাস্তবায়িত না হয়, সেইজন্য উপদলের সদস্যরা পরিকল্পনা করে সোনিয়া গান্ধিকে চিঠি পাঠিয়েছিলেন । প্রতিবেদনটি লিখেছেনবর্ষীয়ান সাংবাদিক রাজীব আচার্য ৷
4. নারদকাণ্ডে ED-র তৎপরতা, খুশি ম্যাথু স্যামুয়েল
গতকাল তৃণমূলের পাঁচজন নেতা- নেত্রীকে নোটিস পাঠানো হয় ED-র তরফে । নোটিস পাঠানো হয়েছে সাসপেন্ডেড IPS অফিসার সৈয়দ মোস্তাফা হোসেন মির্জ়াকেও ৷ তাঁদের প্রত্যেককে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব, আয়-ব্যয়ের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ম্যাথু স্যামুয়েল জানান, ED-র তৎপরতায় তিনি খুশি ৷
5. 26 ঘণ্টা পর রায়গড়ের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মহিলা , মৃত বেড়ে 16
গতকাল রাত 10 টা 33 মিনিট নাগাদ এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দেখা যায় , একজন NDRF কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ওই মহিলাকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন এবং ভয় পেতে বারণ করছেন । এরপরই তাঁকে ধীরে ধীরে সেখান থেকে বের করে আনতেও দেখা যায় ।