1)অনুপ্রবেশ করেছিল চিনের সেনা ? প্রতিরক্ষা মন্ত্রকের সাইট থেকে উধাও নথি
লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন আজ সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।
2)CAG পদে গিরিশচন্দ্র মুর্মু, শনিবার শপথ
গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ বুধবারই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তিনি ইস্তফা দেন ৷ জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা ৷
3)কোরোনিল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, পতঞ্জলিকে 10 লাখ জরিমানা আদালতের
পতঞ্জলি থেকে দাবি করা হয়, তাদের তৈরি কোরোনিল সেবন করলে কোরোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে ৷ শুধু তাই নয়, পতঞ্জলি থেকে দাবি করা হয়, কোরোনা আক্রান্ত ব্যক্তিও এই ওষুধ খেলে মাত্র 7 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ।
গোটা গ্রামের বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ছোটো ছোটো বইঘর গড়ে তোলা হয়েছে ৷ একটি বইয়ের বিনিময়ে পাঠক পাবেন আর একটি বই ৷
5)আকারে ছোটো, তবে প্রবলবেগে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম শৌর্য
সাবমেরিন মিজ়াইল সাগরিকা k-15-এর ভূমি সংস্করণ বলে ধরা হয় শৌর্য মিজ়াইলকে ৷ যদিও এই দুটোর মধ্যে সংযোগ রয়েছে তা মানতে চান না DRDO আধিকারিকরা ৷