পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9টা - টপ নিউজ় সকাল 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়

By

Published : Aug 3, 2020, 9:06 AM IST

1. কোরোনায় আক্রান্ত অমিত শাহ

কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল টুইট করে একথা জানান তিনি ।

2. অমিত শাহ-র সঙ্গে দেখা করেছিলেন, তবে কোরোনা রিপোর্ট নেগেটিভ ; টুইট রাজ্যপালের

কয়েকদিন আগেই অমিত শাহ-র সঙ্গে দেখা করার পর কোরোনা পরীক্ষা করিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেই রিপোর্ট নেগেটিভ আসে । গতকাল টুইট করে একথাই জানান তিনি ।

3. দুই গোষ্ঠীর সংঘর্ষ, অসমের বরাক উপত্যকায় কারফিউ

কয়েকঘণ্টা ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে ৷ ঘটনায় 6 জন নাগরিক ও কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷

4. কোরোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ও তাঁর মেয়ে

সুস্থ থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভরতি হয়েছেন ৷ টুইট করে একথা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷

5."S-400, রাফালের উদ্দেশ্য পাকিস্তানের আকাশসীমায় যুদ্ধবিমানকে ধ্বংস করা"

রাফাল যুদ্ধবিমান এবং S-400 মিজ়াইল একসঙ্গে ভারতীয় বায়ুসেনা (IAF)-কে এই অঞ্চলের অন্য দেশের তুলনায় এগিয়ে দিয়েছে ৷ তাই, ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগে দু'বার ভাববে শত্রু দেশ ৷ এমনই মনে করেন অবসরপ্রাপ্ত এই বায়ুসেনা প্রধান ।

6. মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উচ্চতায় উড়তে পারে এই মৌমাছি

বাম্বল বি এক বিশেষ প্রজাতির মৌমাছি । এভারেস্টের উচ্চতায়, এমনকী দুর্গম পরিস্থিতিতেও স্বচ্ছন্দে উড়ে বেড়াতে পারে এই পতঙ্গ ।

7.কার্গিল যুদ্ধে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংসের অন্যতম "নায়ক" পিনাকা

কার্গিল যুদ্ধের সময় পরিষেবা দিয়েছিল পিনাকা ৷ পাহাড়ের মতো উঁচু জায়গায় শত্রুপক্ষের ঘাঁটিকে ধ্বংস করতে সফল হয়েছিল ৷

8. "টয়লেট" যাওয়ার বাহানায় অ্যাম্বুলেন্স থামিয়ে পালাল কোরোনা আক্রান্ত

কোরোনা আক্রান্ত ওই ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ রয়েছে ৷ তাকে খুঁজে পেতে সবরকম চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ৷

9. অনুশীলনে ফিরবে ক্রিকেটাররা, রাজ্য ক্রিকেট সংস্থাগুলির জন্য SOP জারি BCCI-এর

অনুশীলন ও অন্যান্য ক্রিকেটীয় কার্যকলাপ পুনরায় শুরু করতে পারবে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি ৷ তবে কিছু বিধিনিষেধ মেনে ৷ এর জন্য SOP জারি করল BCCI ৷

10. সুশান্তের কোনও সিমকার্ড নিজের নামে রেজিস্টার করা ছিল না

হ্যাঁ, ANI-কে এমনই জানাল বিহার পুলিশ । আর তারপর থেকে সুশান্তের সিমকার্ডের কল রেকর্ড খোঁজা শুরু করেছে পুলিশ । অভিনেতার প্রয়াত প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়াঁর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে তাদের ।

ABOUT THE AUTHOR

...view details