পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - টপ নিউজ় সকাল 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Aug 1, 2020, 9:00 AM IST

1)একদিনে সর্বোচ্চ, রাজ্যে কোরোনা আক্রান্ত 2,496

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 2,496 । মৃত্যু হয়েছে 45 জনের । আজ সুস্থতার হার 68.92 শতাংশ ।

2)তৃণমূলের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে গরহাজির শুভেন্দু

শুভেন্দু অধিকারী সহ চার নেতা দলের সমন্বয় কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন । তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ।

3)"কোরোনাতেও কেন্দ্রের বরাদ্দ শূন্য", "সোজা বাংলায় বলছি"-তে সরব ডেরেক

"সোজা বাংলায় বলছি" কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন ৷

4)20 হাজার কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে বায়ুসেনার MI 26

প্রায় হাজার কেজি ওজনের দু'টি সামরিক গাড়ি বহন করা যায় এই হেলিকপ্টারের কমপার্টমেন্টে ।

5)রামকে 1 লাখ 11 হাজার লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুি । তৈরি হচ্ছে এক লাখেরও বেশি লাড্ডু ।

6)এবার টিকটক নিষিদ্ধ করতে পারে অ্যামেরিকা

কয়েকদিন আগেই টিকটক সহ 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত । এবার সেই পথেই কি হাঁটতে চলেছে অ্যামেরিকা ? ইঙ্গিত মিলল অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় ।

7)আজ থেকে ট্যাক্সিতে উঠলেই 50 টাকা !

বারবার আবেদন জানালেও সরকার ভাড়া বাড়ায়নি ৷ এই অবস্থায় নিজেরাই ভাড়া বাড়াল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷

8)পঞ্জাবে বিষ মদের বলি 38, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

পঞ্জাবের অমৃতসর, বাটালা ও তরন তারন জেলা মিলিয়ে এখনও পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে । ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ।

9)দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের চার্টার্ড বিমানে আনারা পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজ়িগুলির

কোরোনার সংক্রমণ বাড়ায় দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ । তাই সেখানকার ক্রিকেটারদের চার্টার্ড বিমানে সংযুক্ত আমিরশাহিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে IPL-এর ফ্র্যাঞ্চাইজ়িগুলি ।

10)BirthDay Special : স্টিরিয়োটাইপ নয়, রিস্কেই মুক্তি তাপসীর

তাপসী পান্নু, নামটা বললেই একটা ঝকঝকে মুখ ভেসে ওঠে,যাঁর চোখ দু'টো তীক্ষ্ণ, যাঁর চোয়াল লোহার মতো কঠিন, যাঁর মুখে একটা সততা রয়েছে। আজ তাঁর 33 তম জন্মদিন। একবার দেখে নেওয়া যাক অভিনেত্রীর ক্যারিয়ারের সিঁড়িটা ।

ABOUT THE AUTHOR

...view details