পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11টা - আজকের টপ নিউজ

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top
top

By

Published : Jul 30, 2020, 11:11 AM IST

1) প্রয়াত সোমেন মিত্র

কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোমেন মিত্র । আর গভীর রাতে মৃত্যু হয় তাঁর ।

2) মমতার সঙ্গে দ্বন্দ্ব, ফের প্রদেশ সভাপতি ; কংগ্রেসের 'ছোড়দা'-র রাজনৈতিক চড়াই-উতরাই

শিয়ালদার 'ছোড়দা'-কে হারাল কংগ্রেস। তাঁর প্রয়াণের সঙ্গেই সমাপ্ত হল কংগ্রেসের এক অধ্যায়ের। তাঁর ছাত্রনেতা থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে ওঠার পিছনে ছিল নানা চড়াই-উতরাই।

3) সোমেনের প্রয়াণে শোকপ্রকাশ মমতা, রাহুল, ধনকড়ের

রাত 1টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সোমেন মিত্রর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, অধীর চৌধুরি এবং জগদীপ ধনকড় ।

4) নাবালিকাকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত বাবা

নাবালিকার অভিযোগ, প্রতিদিন তার বাবা তাকে ধর্ষণ করত ৷ নিজের পিসির কাছে ঘটনার কথা জানায় সে ৷

5) ভারত-বাংলাদেশের সম্পর্কের ‘সোনার অধ্যায়’ খুলছে

প্রতি বছর 10 বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের অর্থনৈতিক সম্পর্ক যে দুই দেশের মধ্যে রয়েছে এবং যে পরিসংখ্যান SAARC দেশগুলির মধ্যে বৃহত্তম, তা আখেরে ভারত থেকে বাংলাদেশকে তাদের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করেছে ।

6) রামনগরে BJP-র বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

এবার পূর্ব মেদিনীপুরে রামনগর । উদ্ধার হল BJP-র এক বুথ সভাপতির দেহ । তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

7) ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, চারটি গাড়িতে আগুন

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর ৷ ঘটনাকে কেন্দ্র করে চারটি ডাম্পারে আগুন ধরিয়ে দিল এলাকাবাসী ৷

8) ভারতীয় সেনায় 300টি আসনে SSC অফিসার নিয়োগ

শর্ট সার্ভিস কমিশন্ড (SSC) অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনাবাহিনী ও আর্মড ফোর্সেস মেডিকাল সার্ভিসেস। নারী, পুরুষ নির্বিশেষে এই পদে নিয়োগ করা হবে।

9) ইস্টবেঙ্গলের কোচ হলেন ফ্রান্সিসকো ডি কোস্তা

গোয়ার ফ্রান্সিস্কো ডি কোস্তাকে কোচ হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল । 1 অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে আরও বেশ কিছু ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর ।

10) Birthday Special : রিল লাইফ ভিলেন থেকে রিয়েল লাইফ হিরো সোনু

রিল লাইফ ভিলেন থেকে এখন অনেকেরই মসিহা তিনি । তাই সেই দিন হয়তো আর খুব বেশি দেরি নেই । যখন রিল লাইফ হিরোর চরিত্রে দেখা যাবে তাঁকে । আগামীর জন্য জন্মদিনে সোনু সুদকে অনেক শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details