পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - top news 11 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Jul 21, 2020, 11:00 AM IST

1)মমতার একুশে, এক কঠিন লড়াইয়ের সামনে নেত্রী

অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি । একদিকে লকডাউন অন্যদিকে আমফানের ত্রাণ বণ্টন নিয়ে নানা অভিযোগ । গোদের উপর বিষ ফোঁড়ের মতো রাজ্যে রকেট গতিতে BJP-র উত্থান । এক কঠিন পরিস্থিতির সামনে মমতা এবং তাঁর দল । সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে সম্ভবত শেষ একুশে । মমতার ভোকাল টনিকের অপেক্ষায় তাঁর সৈনিকরা । কী বার্তা দেবেন নেত্রী ? আলোচনায় দীপঙ্কর বসু ।

2)তৃণমূলের পালটা, আজই রাজ্যজুড়ে ভার্চুয়াল জনসভা যুব মোর্চার

আজ তৃণমূলের ভার্চুয়াল জনসভা দুপুর একটায় শুরু হবে। ঠিক তখনই যুব মোর্চাও ভার্চুয়াল র‍্যালি শুরু করবে। জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

3)গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 37,148

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 37 হাজার 148 ৷ মৃত্যু হয়েছে আরও 587 জনের ৷

4)প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন

প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন । বয়স হয়েছিল ৮৫ । ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

5)একাধিক সমস্যা, অনলাইনে পড়াশোনা সম্ভব নয় পিছিয়ে পড়া জেলা নুহ-তে

লকডাউনে একাধিক সমস্যার মধ্যে পড়েছে পড়ুয়ারা । অনলাইনে পড়াশোনা শুরু হলেও নানা কারণে তা সম্ভব নয় হরিয়ানার নুহ জেলায় ।

6)খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি, অসমের গোয়ালপাড়া থেকে উদ্ধার 56 জন

NDRF-এর অন্তত 12টি দল অসমের একাধিক জেলায় উদ্ধারের কাজ করছে । জোরহাট, বনগাইগাওঁ, কামরূপ মেট্রো, ধুবরি, বরপেটা, গোয়ালপাড়া, গোলাঘাট, চাচর, শিবসাগর, শোণিতপুর, ধেমাজি এবং তিনসুকিয়াতে চলছে উদ্ধারের কাজ । মৃত্যু হয়েছে 111জনের ।

7)মালাবার নৌ-মহড়ায় সম্ভবত অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে ভারত

লাদাখ অঞ্চলে যেখানে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারত ও চিনের লাগাতার বিরোধের আবহে দিল্লি সম্ভবত এবছরের শেষের দিকে মালাবার নৌ-মহড়ায় অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানাবে ।

8)ফের কড়া কলকাতা পুলিশ, কলকাতায় লকডাউন ভাঙায় গ্রেপ্তার 185

রাজ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । এই সময় সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য । আরও কড়া পুলিশ । গতকালই কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে 185জনকে ।

9)স্থগিত এবারের টি-20 বিশ্বকাপ, পিছোল পরের সূচিও

চলতি বছরে টুর্নামেন্ট স্থগিত করার আগে সমস্ত রাস্তা খতিয়ে দেখা হয় ৷ এখনও পর্যন্ত 6 বার এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৷ শেষবার 2016 সালে ভারতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়৷ সেবার বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷

10)কিরগিজ়স্তানে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরাতে উদ্যোগী সোনু

কিরগিজ়স্তানে আটকে রয়েছেন প্রায় 3 হাজার ভারতীয় পড়ুয়া । তাঁদের মধ্যে 20জনের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায় । আর এবার তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র ।

ABOUT THE AUTHOR

...view details