1) হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা : স্বরাষ্ট্রসচিব
হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ৷ ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায়নি কোনও আঘাতের চিহ্ন ৷ বললেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷
2) আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, 17 জুলাই উচ্চমাধ্যমিকের
আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ ৷ 17 জুলাই বেরোবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ আগামীকাল CBSE-রও ক্লাস টেনের ফল প্রকাশিত হবে। টুইট করে একথা জানান মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
3) সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল
রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে গতকালের বৈঠকে সচিন ও বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থার প্রস্তাব ওঠে ৷ আজ ফের সেই প্রস্তাব ওঠার পর তা পাশ হয় ৷
4) সঠিক দিশায় ভারতীয় প্রতিষেধক
NIMS জানিয়েছে, আগামী সোমবার থেকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের মানবশরীরে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।
5) কোরোনা টেস্ট ও চিকিৎসকের ফি বাবদ নেওয়া টাকা থেকে 2950 টাকা ফেরতের নির্দেশ কমিশনের
কোরোনা টেস্ট এবং চিকিৎসকের ফি বাবদ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । এই ঘটনায় আক্রান্ত রোগী ও তাঁর পরিজনদের 2950 টাকা পরবর্তী শুনানির আগে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন ।