পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3 টে - TOP 3PM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Jul 14, 2020, 2:57 PM IST

1) হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা : স্বরাষ্ট্রসচিব

হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ৷ ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায়নি কোনও আঘাতের চিহ্ন ৷ বললেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

2) সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল

রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে গতকালের বৈঠকে সচিন ও বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থার প্রস্তাব ওঠে ৷ আজ ফের সেই প্রস্তাব ওঠার পর তা পাশ হয় ৷

3) আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, 17 জুলাই উচ্চমাধ্যমিকের

আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ ৷ 17 জুলাই বেরোবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ আগামীকাল CBSE-রও ক্লাস টেনের ফল প্রকাশিত হবে। টুইট করে একথা জানান মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

4) গলায় ফাঁস লেগে মৃত্যু, উল্লেখ বিধায়কের মৃতদেহের ময়নাতদন্ত-রিপোর্টে

ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে গলায় ফাঁসের উল্লেখ রয়েছে ৷

5) পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, রায়গঞ্জে গ্রেপ্তার BJP-র 16 নেতা-কর্মী

জোর করে বনধ পালনের অভিযোগে পুলিশ BJP-র 16 জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করল ৷ পাশাপাশি আটটি বাইক আটক করা হয়েছে।

6) বিধায়কের রহস্যমৃত্যু : BJP-র ডাকা বনধে সুনসান উত্তর দিনাজপুর

হেমতাবাদের BJP বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে BJP-র ডাকে 12 ঘণ্টার বনধ শুরু হয়েছে উত্তরবঙ্গজুড়ে ৷ সকাল থেকেই উত্তর দিনাজপুরের রাস্তা সুনসান, খোলেনি কোনও দোকানপাট ৷ পথে নামেনি বেসরকারি পরিবহনও ৷

7) দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 9 লাখের গণ্ডি ছাড়াল

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 28 হাজার 498 জন ৷ কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 553 জনের ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে নয় লাখের গণ্ডি ছাড়াল ৷

8) আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন

আজ সকাল আটটায় আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন লাগে ৷ ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷

9) এবছর মোহনবাগান রত্ন গুরুবক্স সিং ও পলাশ নন্দীকে

এবার মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন অলিম্পিয়ান গুরুবক্স সিং ও বাংলার প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী ৷

10) সুশান্তের মৃত্যুর 1 মাস পর হোয়াটসঅ্যাপের ডিপি বদল রিয়ার

সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস । তার মধ্যেই নিজের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে ফোটো পরিবর্তন করলেন রিয়া । সুশান্তের সঙ্গে তোলা তাঁর হাসিখুশি মুহূর্তের একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details