স্থিতিশীল অবস্থায় রয়েছেন অমিতাভ বচ্চন। জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের র্যাপিড অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই তাঁরা মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন ৷
2. নেই অ্যাম্বুলেন্স, অটোয় বহন কোরোনায় মৃতের দেহ !
নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷
3. সোপোরে নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই
নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই জম্মু ও কাশ্মীরের সোপোরে ৷ আজ সোপোরের রেব্বান এলাকায় গুলির লড়াই শুরু হয় ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিকেশের খবর নেই ৷
4.রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP
অমিত শাহ ও জে পি নাড্ডার ভার্চুয়াল সভা সফল হয়েছে ৷ তাই 2021-এর নির্বাচনকে "পাখির চোখ" করে রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP ৷
5.15 ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কোরোনায় মৃতের দেহ
শুক্রবার রাতে মৃত্যু হয় কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধের ৷ এরপর টানা 15 ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল তাঁর দেহ ৷