পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - top news at a glance

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at a glance
top news at a glance

By

Published : Jul 9, 2020, 11:05 AM IST

1. 89টি অ্যাপ ডিলিট করতে জওয়ানদের নির্দেশ ভারতীয় সেনার

89টি অ্যাপের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ৷ এই অ্য়াপগুলি জওয়ানদের স্মার্টফোন থেকে বাতিলের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা ৷


2. আজ ইন্ডিয়া গ্লোবাল উইকের সূচনা করবেন প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল উইক ৷ তিনদিন ধরে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠান চলবে ৷


3. লকডাউনের জেরে বাতিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

আজ থেকে কলকাতসহ দুই 24 পরগনা ও হাওড়ায় কনটেনমেন্ট জ়োনে লকডাউন চালু হচ্ছে ৷ আগামী সাতদিন লকডাউন চলবে ৷ ফলে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল হয়ে যায় ৷


4.কোরোনায় আক্রান্ত কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক

তৃণমূল বিধায়ক-সহ দক্ষিণ দিনাজপুরে নতুন করে 30 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ এই নিয়ে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 277 ৷ যদিও ইতিমধ্যে 210 জন সুস্থ হয়ে উঠেছে ৷


5. একদিনে সর্বোচ্চ, রাজ্যে 24 ঘণ্টায় আক্রান্ত 986

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 23 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা 827 ।


6. বিস্ফোরক খুঁজে নিজেই নিষ্ক্রিয় করতে 'দক্ষ'

নিজের মধ্যে থাকা এক্স-রে যন্ত্রের সাহায্যে বোমা খুঁজে বের করে এই রোবট ৷ তারপর সেটিকে গ্রিপার-আর্ম দিয়ে তুলে নিয়ে যায় সে ৷ পরে জল দিয়ে নিজেই সেই বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম 'দক্ষ' ৷


7. SBIL-এ তিনটি পদে কর্মী নিয়োগ

SBIL-এ তিনটি পদে কর্মী নেওয়া হবে । আবেদনের শেষ তারিখ 13 জুলাই । বিশদে জানতে https://bank.sbi/careers ওয়েবসাইটে চোখ রাখুন ।


8. কাশি হলেই দাওয়াই ছিল হেরোইন !

হেরোইনের আবার বিভিন্ন ধরন ৷ টনিক থেকে শুরু করে লজেন্স, ড্রপ সবরকমেরই মিলত হেরোইন ৷


9.'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

জগদীপ এমন একটা সময়ের অভিনেতা, যখন 'কমেডিয়ান' বলে আলাদা একটা পরিচয় ছিল বলিউডে । হিরোর সমান গুরুত্ব পেতেন ছবির 'কমেডিয়ান' ।

10. IPL -এর জন্য ICC-র দিকে তাকিয়ে আছি : সৌরভ

ICC যদি টি-20 বিশ্বকাপ আয়োজন তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর হবে না । আর যদি বাতিল করে তাহলে হওয়ার সম্ভবনা আছে । ভারতের জন্য একটা উইন্ডো খুলবে । তবে কোরোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে । IPL নিয়ে এমনই জানালেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details