পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1 টা - top news 1 pm

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Jul 8, 2020, 1:08 PM IST

1) WHO থেকে বেরিয়ে গেল অ্যামেরিকা : রিপোর্ট

29 মে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, WHO থেকে বেরিয়ে যাবে অ্যামেরিকা ৷ মাস দেড়েক পেরোতে না পেরোতেই আনু্ষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন ৷

2) আগ্রায় রাস্তার ধারে শুয়ে থাকা 5 জনকে পিষে দিল ট্রাক

আগ্রায় দুই নম্বর জাতীয় সড়কের ধারে ঘুমন্ত পাঁচজনকে পিষে দিল ট্রাক । ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয় । দুর্ঘটনায় আহত 2 ।

3)চোপড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

মৃত্যু হল চোপড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মুস্তাফা কামালের ৷

4) আজ রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলার রায় দেবে SAT

লকডাউনের জেরে স্থগিত রাখা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলার রায় ৷ সেই মামলারই রায় দান হবে আজ ৷

5)ধর্ষণের অভিযোগ না তোলায় বোমাবাজি-গুলি অভিযুক্তের, গুলিবিদ্ধ 3

ধর্ষণের অভিযোগ তুলতে অস্বীকার করায় নির্যাতিতার পরিবার ও গ্রামবাসীদের উপর হামলা অভিযুক্ত ও তার সাঙ্গোপাঙ্গদের ৷ অভিযোগ, বোমাবাজির পাশাপাশি গুলিও চালানো হয় ৷ তাতে গুলিবিদ্ধ হয় তিন জন ৷ বাসন্তীর ঘটনা ৷

6) বিহারে বজ্রপাতে মৃত 12, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিহারে ফের বজ্রপাতে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় বিহারের ছয়টি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 12 জনের ৷

7) পুলিশ আসার আগেই ফরিদাবাদের হোটেলে থেকে চম্পট বিকাশ দুবের, এনকাউন্টারে মৃত্যু সহযোগীর

অভিযুক্ত দুষ্কৃতী বিকাশ দুবের দেখা মিলল ফরিদাবাদের একটি হোটেলে ৷ অন্যদিকে আজ সকালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী অমর দুবে ৷

8) শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্যে বসছে 2000-এর বেশি সাউন্ড মনিটরিং ইউনিট

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্যে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে 2000-র বেশি সাউন্ড মনিটরিং ইউনিট । বিভিন্ন থানাকে দেওয়া হচ্ছে এই সাউন্ড মনিটরিং ইউনিটগুলি । বাজার এলাকায় এই যন্ত্রগুলি বসানো হবে ।

9)48-এ সৌরভ, মাস্ক নিয়ে "মহারাজের দরবারে" যাচ্ছেন ফ্যানরা

48 বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর জন্মদিন উপললক্ষ্যে সামাজিক বার্তা দিতে চাইছেন সমর্থকরা ৷

10)টোরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা

টোরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের অ্যাম্বাসাডর হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া । অভিনেত্রীর টুপিতে আরও এক পালক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details