1. 1 জুলাই থেকে মেট্রো চালানো চালানো সম্ভব নয় : রেল
আজ নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় মেট্রো কর্তৃপক্ষের ৷ সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখনই মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব নয় ৷
2. বাংলাদেশে ফেরি দুর্ঘটনা, মৃত 23
বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে একটি ফেরির ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 23 জনের ৷ এখনও অনেকে নিখোঁজ ৷
3. পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলা, নিহত 9
পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা ৷ করাচি পুলিশ সূত্রে খবর, খতম করা হয়েছে হামলাকারী 4 জঙ্গিকেই ৷
4. আমফান দুর্নীতি : চাপের মুখে ক্ষতিপূরণের টাকা ফেরত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের
প্রকৃত ক্ষতিগ্রস্তদের স্বচ্ছ তালিকা তৈরি করা হবে । ক্ষতিগ্রস্ত না-হয়েও যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে । মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর চাপের মুখে টাকা ফেরত দিলেন বনগাঁর ঘাটবাঁওড় পঞ্চায়েতের সদস্য ।
5. নেপাল সীমান্ত দিয়ে ঢুকতে পারে জঙ্গি, হাই অ্যালার্ট বিহারে
বিহারে জারি হল হাই অ্যালার্ট ৷ NIA -কে পাঠানো একটি হুমকি মেইলের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ স্পেশাল ব্রাঞ্চের তরফে রাজ্যের প্রতিটি জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা ৷