পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP AT 3 PM
টপ নিউজ় দুপুর 3 টে

By

Published : Sep 12, 2020, 3:02 PM IST

1.অপহৃত পাঁচ যুবককে ফেরাল চিন

ট্যাগিন সম্প্রদায়ের এই পাঁচ যুবককে ভারত-চিন সীমান্তের কিবিথুর কাছে দামাই নামক একটি জায়গায় ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ।

2.পুজোর আগেই লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা

মেট্রোর পর এবার কি পুজোর আগেই চালু হতে চলেছে লোকাল ট্রেনও? অন্তত রেলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে । তবে রেল ও রাজ্য সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

3.উদ্ধব ঠাকরের কার্টুন শেয়ার, নিগৃহীত প্রাক্তন নৌসেনা আধিকারিক

উদ্ধব ঠাকরেকে নিয়ে তৈরি কার্টুন শেয়ার করেছিলেন প্রাক্তন নৌসেনা কর্মী মনোজ শর্মা । তাঁকে মারধর করে শিবসেনার কর্মীরা । ইতিমধ্যেই 6জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

4.রিয়ার বয়ানে বি-টাউনের তিন সদস্য, NCB-র ব়্যাডারে জনপ্রিয় দুই অভিনেত্রী

NCB-কে দেওয়া বয়ানে রিয়া চক্রবর্তী 25 জন বলিউড ব্যক্তিত্বদের নাম নেন । তার মধ্যে দু'জন জনপ্রিয় অভিনেত্রী এবং একজন মহিলা ফ্যাশন ডিজ়াইনারও রয়েছেন । শোনা যাচ্ছে যে, এখন NCB-র ব়্যাডারে এই তিন প্রভাবশালী ।

5.ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দী চিতাবাঘ

জলপাইগুড়ি হলদিবাড়ি চা বাগানে খাঁচাবন্দী চিতাবাঘ । চা বাগানের একাধিক চা শ্রমিককে আহত করছিল এই বাঘটি । এরপর শনিবার বনদপ্তরের পাতা খাঁচায় আটকে পড়ে বাঘটি । বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় জানিয়েছেন, চিতাবাঘটির শারীরিক পরীক্ষার পর গরুমারার জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে ।

6.রেকর্ড সংক্রমণ, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৬ লাখ

একদিকে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে । অন্যদিকে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও ।

7.কংগ্রেসে বড় রদবদল, বিরোধিতার কারণে পদ খোয়ালেন গুলাম নবি আজ়াদ ?

কংগ্রেসের অভ্যন্তরে বড়সড় রদবদল । সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে গুলাম নবি আজ়াদকে ।

8.কোরোনা পরিস্থিতিতেই শেষ হল শুটিং

কোরোনা পরিস্থিতিতেই শুটিং শেষ হল 'বান্টি ঔর বাবলি 2'-এর । রানি মুখার্জি, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরীকে নিয়ে শুটিং সারলেন পরিচালক বরুণ ভি শর্মা ।

9.ATK মোহনবাগানের নতুন কো-স্পনসর "বো টপ" ! জল্পনা তুঙ্গে

ISL চ্যাম্পিয়ন দলের কো স্পনসর একাধিক। তা সত্ত্বেও নতুন কো-স্পনসরের খোঁজে ছিল এটিকে মোহনবাগান কর্তারা। সেই লক্ষ্যে তারা এবার "বো টপ" এর সঙ্গে চুক্তি করতে চলেছে।

10.ক্রিকেট বোর্ডকে বরখাস্ত দক্ষিণ আফ্রিকা সরকারের

দক্ষিণ আফ্রিকার সরকারের এই পদক্ষেপে বড়সড় বিপদের মুখে প্রোটিয়াজদের ক্রিকেট। কারণ দেশের ক্রিকেট বডির উপর সরকারি হস্তক্ষেপ নিয়ে ICC র একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে । ক্রিকেট বোর্ডের উপর সরাসরি সরকারি হস্তক্ষেপ ICC র নিয়ম বিরুদ্ধ ।

ABOUT THE AUTHOR

...view details