- 28 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন নয়
28 অগাস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানাল নবান্ন । তবে 20, 21, 27 ও 31 অগাস্ট আগের মতোই রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে । এই নিয়ে চতুর্থবার লকডাউনের দিন বদল করা হল ।
2. রাজ্যে ফের একদিনে সংক্রমিতের সংখ্যা 3 হাজার ছুঁইছুঁই
গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 1 হাজার 390 । আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 4 হাজার 326 । আজ 2 হাজার 725 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সবমিলিয়ে এপর্যন্ত মোট 76 হাজার 120 জন সুস্থ হয়ে উঠল ।
3. শারীরিক অবস্থার উন্নতি হয়নি, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায়
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি ৷ সংকটেই রয়েছেন তিনি । দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷
4. দ্রুত সুস্থ হয়ে উঠুক পল্টুদা, প্রার্থনা মিরাটিবাসীর
চিন্তায় ঘুম উড়েছে কীর্ণাহারের মিরাটি গ্রামের বাসিন্দাদের । মুখার্জি ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদেরও মন খারাপ । গ্রামের অদূরেই জটেশ্বর শিব মন্দিরে চলছে মহাযজ্ঞ । কামনা একটাই । দ্রুত সুস্থ হয়ে উঠুক পল্টুদা ।
5. ICU-তে বাবা, গতবছরের 8 অগাস্টের কথা মনে পড়ছে প্রণবকন্যার
সংকটজনক অবস্থায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বন্ধ হয়নি মস্তিষ্কে রক্তক্ষরণ । এই কঠিন সময়ে গত বছরের 8 অগাস্টের কথা মনে পড়ছে মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের ।
6. হাওড়ার COVID হাসপাতালে অব্যবস্থা নিয়ে ভিডিয়ো, অভিযোগ খারিজ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
শ্বাসকষ্টে কাতরাচ্ছেন কোরোনা আক্রান্ত রোগী । ডাক্তারের দেখা নেই । এমনই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করতেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার টি এল জয়সওয়াল কোভিড হাসপাতালে । তড়িঘড়ি হাসপাতালে যান ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ।
7. বীরভূমে বোমা তৈরির কারখানা চলছে, সুরক্ষিত নন সাংবাদিকরা : রাজ্যপাল
শান্তিনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । তিনি বলেন, "আজ পরিস্থিতি কী আপনারা জানেন । মাফিয়ারাজ চলছে । বোমা তৈরির কারখানা চলছে । প্রায়ই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয় ।"
8. কোরোনায় আক্রান্ত ? জেনে নিন সেলফ আইসোলেশনের জরুরি টিপস
সেলফ আইসোলেশনে আক্রান্তদের মানতে হবে বেশ কয়েকটি নিয়ম ৷ তেমনই আক্রান্তের পরিবারের সদস্যদেরও মেনে চলতে হবে বিধিনিষেধ ৷ পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ৷
9. চাপা উত্তেজনা বেঙ্গালুরুতে, বাড়ছে ভারী বুটের আওয়াজ
উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে এখনও পর্যন্ত তিনজনে মৃত্যুর খবর সামনে এসেছে ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সংঘর্ষের সময়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁরা ৷
10. অক্টোবরে উঠছে নিষেধাজ্ঞা, শ্রীলঙ্কা সফরে কামব্যাক শাকিবের ?
নির্বাসনে থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান এবার বাইশ গজে ফেরার তোড়জোড় শুরু করছেন ৷ 29 অক্টোবর শাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে ৷ সেই সময়ই টেস্ট ও টি-20 সিরিজ়ের জন্য শ্রীলঙ্কায় থাকবে বাংলাদেশ ৷