1.একদিনে সর্বোচ্চ, রাজ্যে কোরোনা আক্রান্ত 396
একদিনে সর্বোচ্চ । গত 24 ঘণ্টায় 396 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল 6 হাজার 168 । বেড়েছে মৃতের সংখ্যাও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 263 জনের মৃত্যু হয়েছে ।
2.দেশে কোরোনায় মৃত্যুর হার 2.82 শতাংশ: স্বাস্থ্য মন্ত্রক
দেশে কোরোনা সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার বাকি দেশগুলোর তুলনায় অনেক কম । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল । তিনি বলেন, "আমাদের দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার 2.82 শতাংশ, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় কম ।
3.উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা শুরু 2 জুলাই থেকে
ফের বদল উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি । বাকি থাকা উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 29 জুন থেকে । 30 জুন অবধি লকডাউনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে । আজ একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
4 আসছে নিসর্গ, সকলকে সতর্ক থাকার আবেদন প্রধানমন্ত্রীর
ঘূর্ণিঝড় নিসর্গ নিয়ে এবার মহারাষ্ট্রের বাসিন্দাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানালেন, সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি । সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করতে আবেদনও জানান তিনি ।
5.অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করার অভিযোগ, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা হচ্ছে । এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে । মামলাকারীর আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের বক্তব্য, এই মুহূর্তে দেশে দু'লাখ ছুঁতে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে । এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমান ।