অমিত শাহের রাজ্য সফর বাতিল । আজ রাতেই তাঁর কলকাতায় পা রাখার কথা ছিল। কিন্তু, দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পর বাতিল হয়ে গেল তাঁর রাজ্য সফর। তাঁর পরিবর্তে রাজ্যে জেপি নাড্ডা আসতে পারেন বলে সূত্রের খবর।
2.1ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার
বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই৷ তাই তার আগে একটুও সময় নষ্ট করতে চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের বৈঠকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন৷ আগামী সোমবার, 1 ফেব্রুয়ারি থেকেই তিনি সকলকে নির্বাচনের কাজে নেমে পড়তে বলেছেন৷ এমনই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে৷
3.দমদম স্টেশন বাজারে আগুন, পুড়ল প্রায় 100টি দোকান
আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 100 টি দোকান ৷ শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে দমদম স্টেশন সংলগ্ন বাজারে ৷ দমকলের 9 টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলল তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ, ওই দিন ট্র্যাক্টর মিছিলে লোক ঢুকিয়ে দিয়ে কৃষকদের আন্দোলন নষ্ট করে দিতে চেয়েছিল বিজেপি। কালীঘাটে দলের বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সৌগত বলেছেন, ''ওঁ যা করছেন সেটা নাটক।'' অমিত শাহের সভায় কোন কোন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিয়েও দল ভাবিত নয় বলে দাবি করেছেন প্রবীণ নেতা।
5.শিল্পী নারায়ণ দেবনাথ অসুস্থ, ভরতি হাসপাতালে
কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ অসুস্থ । শুক্রবার দুপুরে তাঁকে ভরতি করানো হয়েছে মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত 96 বছর বয়সি এই শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।