পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ @ সকাল 9 টা - 9am top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে

টপ নিউজ @ সকাল 9 টা
টপ নিউজ @ সকাল 9 টা

By

Published : Jan 30, 2021, 8:56 AM IST

1.বাতিল অমিত শাহের রাজ্য সফর

অমিত শাহের রাজ্য সফর বাতিল । আজ রাতেই তাঁর কলকাতায় পা রাখার কথা ছিল। কিন্তু, দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পর বাতিল হয়ে গেল তাঁর রাজ্য সফর। তাঁর পরিবর্তে রাজ্যে জেপি নাড্ডা আসতে পারেন বলে সূত্রের খবর।

2.1ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার

বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই৷ তাই তার আগে একটুও সময় নষ্ট করতে চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের বৈঠকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন৷ আগামী সোমবার, 1 ফেব্রুয়ারি থেকেই তিনি সকলকে নির্বাচনের কাজে নেমে পড়তে বলেছেন৷ এমনই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে৷

3.দমদম স্টেশন বাজারে আগুন, পুড়ল প্রায় 100টি দোকান

আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 100 টি দোকান ৷ শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে দমদম স্টেশন সংলগ্ন বাজারে ৷ দমকলের 9 টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

4."নাটক" করছেন রাজীব : সৌগত

সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলল তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ, ওই দিন ট্র্যাক্টর মিছিলে লোক ঢুকিয়ে দিয়ে কৃষকদের আন্দোলন নষ্ট করে দিতে চেয়েছিল বিজেপি। কালীঘাটে দলের বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সৌগত বলেছেন, ''ওঁ যা করছেন সেটা নাটক।'' অমিত শাহের সভায় কোন কোন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিয়েও দল ভাবিত নয় বলে দাবি করেছেন প্রবীণ নেতা।

5.শিল্পী নারায়ণ দেবনাথ অসুস্থ, ভরতি হাসপাতালে

কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ অসুস্থ । শুক্রবার দুপুরে তাঁকে ভরতি করানো হয়েছে মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত 96 বছর বয়সি এই শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

6.অনশনে বসছেন না আন্না হাজারে

কৃষি আইনের বিরুদ্ধে অনশন করছেন না আন্না হাজারে । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের উপস্থিতিতে আজ একথা জানান তিনি ।

7.বিটিং রিট্রিটে 1971 স্মরণ বায়ুসেনার

আজ বিটিং রিট্রিটে 1971-এর ইন্দো-পাকিস্তান যুদ্ধ স্মরণ করল ভারতীয় বায়ুসেনা । 50 বছর পূর্তি হল ওই যুদ্ধের ।

8.'ধস্তাধস্তি ছাড়া একা ব্যক্তির পক্ষে জামাকাপড় খুলে ধর্ষণ করা অসম্ভব'

একজন লোকের পক্ষে ধস্তাধস্তি ছাড়া কোনও মেয়েকে মুখ চেপে ধরে তাঁর ও নিজের জামাকাপড় খুলে ধর্ষণ করা প্রায় অসম্ভব। এই যুক্তিতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বিচারপতি সেই পুষ্পা গানেদিওয়ালা যিনি সম্প্রতি নানা বিতর্কিত রায় দিয়ে খবরের শিরোনামে এসেছেন।

9.সুযোগ নষ্টের খেসারত দিয়ে ড্র ইস্টবেঙ্গলের

কার্ড সমস্যায় কোচ মাঠের বাইরে । একই কারনে ডিফেন্সে স্বদেশিয়ানা । এই অবস্থায় প্রতিপক্ষ এগিয়ে থাকার কথা । কিন্তু খাতা কলম এবং বাস্তবের ফারাক রয়েছে । ফলে খামতিকে আড়াল করে এফসি গোয়া যখন গোছানো তখন নামের ভারে ইস্টবেঙ্গল অগোছালো ।

10.'মির্জ়াপুর' বিতর্কে এখনই গ্রেপ্তার করা হবে না ফারহান-রীতেশকে

'মির্জ়াপুর' সিরিজ়ের নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় উত্তর প্রদেশের মির্জাপুর কোতওয়ালির দেহাত থানায় । তবে প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল এলাবাবাদ হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details