1.আজ উচ্চমাধ্যমিকের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা
আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে নাগাদ অনলাইনে বা SMS -এর মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । যেহেতু এবছর উচ্চমাধ্যমিকের সবক'টি পরীক্ষা হয়নি, তাই CBSE-র পথে হেঁটে প্রকাশ করা হবে না উচ্চমাধ্যমিকের মেধাতালিকা ।
2.কুলগামে গুলির লড়াই, নিকেশ 2 জঙ্গি
জম্মু-কাশ্মীরের কুলগামে মৃত্যু হল দুই জঙ্গির । এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি । এখনও তল্লাশি অভিযান চলছে ।
3.টানা বৃষ্টিতে মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত 7
টানা বৃষ্টি৷ মুম্বইয়ে পৃথক দু'টি বাড়ি ভেঙে পড়ল৷ উদ্ধারকাজে দমকল, পুলিশ ও NDRF ৷
4.রাজনৈতিক খুন প্রমাণ করতে না পারলে রাজ্যপাল পদে থাকার বিশ্বাসযোগ্য়তা হারাবেন : মমতা
13 জুলাই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে বলেছিলেন হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা অনেক প্রশ্ন তুলেছে ৷ তারমধ্যে প্রধান হল রাজনৈতিক খুনের অভিযোগ ৷ এবার পালটা জবাব মমতার ৷
5.উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন মমতা, কটাক্ষ সায়ন্তনের
আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গতকাল নারায়ণগড়ে আসেন সায়ন্তন বসু । সিঙ্গুর- নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী কী করেছেন ? খালি ভোটের সময় তাদের ব্যবহার করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর ব্রেনোলিয়া খাওয়া দরকার । তিনি ভুলে গেছেন তৎকালীন সময়ে লালকৃষ্ণ আদবানির সহায়তায় তিনি নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলন গড়ে তুলেছিলেন ৷’’