1.লকেটের জায়গায় BJP-র মহিলা মোর্চার দায়িত্বে অগ্নিমিত্রা
লকেটের পরিবর্তে BJP-র মহিলা মোর্চার সভানেত্রীর পদে আনা হল অগ্নিমিত্রা পলকে । যুব মোর্চার নতুন সভাপতি হলেন সৌমিত্র খাঁ ।
2. মাঝের আসন ফাঁকা থাকুক, উড়ান সংস্থাগুলিকে বলল DGCA-র
যদি কোনও যাত্রী বিমানের মাঝের আসন পান, তবে তাঁর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে । মাস্ক ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি পুরো শরীরে ঢাকার জন্য টেক্সটাইল মন্ত্রক থেকে অনুমোদিত একটি বিশেষ ধরণের পোষাক রাখা হবে ওই মাঝের আসনের যাত্রীর জন্য ।
3. ভাইরাস অদৃশ্য শত্রু, তবে কোরোনা যোদ্ধারা অপরাজেয় : মোদি
আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি ।
4. কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ অব্যাহত অ্যামেরিকায়, ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকাল হোয়াইট হাউজ়
কৃষ্ণাঙ্গ বন্দী হত্যায় উত্তাল অ্যামেরিকা । এই ইশুতেই ওয়াশিংটনে হোয়াইট হাউজ়ের সামনে শুক্রবার রাতে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা । তারপরই বিক্ষোভ থেকে সুরক্ষিত রাখতে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকায় হোয়াইট হাউজ় । সেখানে তাঁর স্ত্রী ও ছেলেকেও রাখা হয় । প্রায় এক ঘণ্টা মতো সেখানে তাঁরা ছিলেন ।
5. কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি
দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হল কেরালায় । চারমাসের এই বর্ষাকালে দেশের বৃষ্টিপাতের 75 শতাংশ বৃষ্টি হয় ।