পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ @ সন্ধ্যা 5 টা - top @ 5 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ @ সন্ধ্যা 5 টা
টপ নিউজ @ সন্ধ্যা 5 টা

By

Published : Mar 1, 2021, 5:04 PM IST

1.অবাধ ও শান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশনেরই দায়িত্ব, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব ৷ সোমবার রাজ্যের প্রাক্তন অ্য়াডভোকেট জেনেরাল তথা বর্ষীয়ান আইনজীবী বিমল চট্টোপাধ্য়ায়ের রুজু করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

2.প্রার্থী কারা ? বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে দিলীপ-কৈলাসরা

একটি বিধানসভা কেন্দ্র পিছু 4 জনের নামের তালিকা চূড়ান্ত করা হতে পারে আজকের বৈঠকে । এরপর দিল্লিতে হবে আরও এক দফা বৈঠক । সেখানে 4 জনের নামের মধ্যে বিধানসভাকেন্দ্র পিছু 1 জনের নাম চূড়ান্ত করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

3.আজ নয়, বুধে প্রকাশ হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা

আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না। পরিবর্তে বুধবার প্রকাশ হবে প্রথম দফার তালিকা। আজ প্রার্থী তালিকা চৃড়ান্ত করতে কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

4.করোনা টিকা নিয়ে নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী?

পুদুচেরির নার্সের কাছে টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নার্সদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর।

5.শালবনীতে স্কুলের স্টাফ রুমে চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা

পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ঢেংবহড়া হাইস্কুলে নব নির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে আহত তিন শিক্ষক-শিক্ষিকা । অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন ভবন নির্মাণের কাজ হয়েছে ৷ সেই কারণেই এই ঘটনা ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ুয়া-সহ শিক্ষক-শিক্ষিকারা ।

6.দ্বিতীয় দফায় টিকা নিলেন একের পর এক নেতা-মন্ত্রী, ভিন্ন সুর খাড়গের

সোমবার দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ শুরু হতেই টিকা নিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে অনুসরণ করলেন অন্য় নেতা-মন্ত্রীরাও ৷ যদিও এসবের মধ্যেই কার্যত টিকা নিতে অস্বীকার করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ বলেন, ‘আমার বয়স 70 বছরেরও বেশি ৷ আমি আর বড় জোর 10-15 বছর বাঁচব ৷ আমার তুলনায় অল্প বয়সিদের টিকা দেওয়াটা অনেক বেশি জরুরি ৷’’

7.গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা

আগামিকাল মালদার গাজোলে যোগী আদিত্যনাথের জনসভা ৷ ওই সভা থেকেই উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে ৷ সেখানে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির আরও অনেকে উপস্থিত থাকবেন ৷ তৃণমূল-সহ একাধিক দল থেকে অনেকে যোগও দিতে পারেন গেরুয়া শিবিরে ৷

8.দলের ভুলেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া, বলছেন প্রীতম কোটাল

প্লে অফে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড । টানা অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে খালিদের দল রয় কৃষ্ণদের বিরুদ্ধে নামবে ।

9.ইতিহাস গড়তে ব্যর্থ এটিকে মোহনবাগান, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি

ইতিহাস গড়তে ব্যর্থ এটিকে মোহনবাগান । রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 2-0 গোলে পরাজিত হল তারা । হাবাসের দলকে হারিয়ে আইএসএল 2020-21 লিগ শিল্ড জিতে নিল মুম্বই সিটি এফসি ৷ এদিকে শীর্ষে থেকে লিগ শেষ করতে না পারায় প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলার সুযোগ হারাল সবুজ মেরুন ৷

10.কঙ্গনার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত । গীতিকার জাভেদ আখতার অভিনেত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্যে অভিযোগে ফৌজদারি মামলা করেছিলেন । কিন্তু সেই মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন না অভিনেত্রী । সেই কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত ।

ABOUT THE AUTHOR

...view details