পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ @ সন্ধ্যা 5 টা - টপ নিউজ @ সন্ধ্যা 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ @ সন্ধ্যা 5 টা
টপ নিউজ @ সন্ধ্যা 5 টা

By

Published : Feb 28, 2021, 5:05 PM IST

1.ঝড় উঠেছে, এটাকে ধরে রাখতে হবে; ব্রিগেড থেকে বার্তা দেবলীনা হেমব্রমের

ব্রিগেড সমাবেশ । বাংলার রাজনীতিতে ব্রিগেড যেন শক্তি পরীক্ষার লড়াই । এ শুধুমাত্র কোনও রাজনৈতিক সভা নয়.. এ এক কার্নিভাল । সামনেই একুশের ভোট । তার আগে প্রথম ব্রিগেড সমাবেশ বামফ্রন্ট ও কংগ্রেসের । ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকীও ।

2.ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

বাংলার যেখানে যেখানে বাম শরিকরা প্রার্থী হবেন, সেখানেই তাদের জেতাতে সর্বশক্তি প্রয়োগ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ রবিবার ব্রিগেড সভামঞ্চ থেকে এই স্পষ্টভাষায় তা জানিয়ে দিলেন দলের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ৷

3.একদিকে দলবদলের লড়াই, এখানে দিনবদলের লড়াই : মহম্মদ সেলিম

‘‘মইদুলকে খুন করে পার পাবে না৷’’ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম৷ একই সঙ্গে নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদেরও হুঁশিয়ারি দিলেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘একদিকে দলবদলের লড়াই ৷ অন্যদিকে দিনবদলের লড়াই ৷’’

4.ব্রিগেড থেকে পশ্চিমবঙ্গের ভোল বদলানোর ডাক সূর্যকান্তের

ব্রিগেডের সমাবেশে তৃণমূল ও বিজেপির সমালোচনার থেকেও মানুষকে ঐক্যবদ্ধ করার উপর বেশি জোর দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

5.ভোটের ফল ত্রিশঙ্কু হলে বিজেপির সঙ্গে জোট করতে পারে তৃণমূল : ইয়েচুরি

ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে একসুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও কেন্দ্রের মোদি সরকারকে তিনি সরাসরি ‘লুঠপাটের সরকার’ বলে কটাক্ষ করলেন৷ পাশাপাশি তাঁর আশঙ্কা, ভোটের ফল ত্রিশঙ্কু হলে বিজেপির সঙ্গে জোট করতে পারে তৃণমূল৷

6.সরকার বদলাতে এককাট্টা হয়ে লড়তে হবে : অধীর

মোদি ও মমতাকে এক আসনে বসান অধীর। বলেন তাঁদের রাজনৈতিক লক্ষ্য় একটাই।

7.বিজেপি সরকারের শেষের শুরু, তাই মরিয়া হয়ে উঠেছে, মত ডি রাজার

ডি রাজার মতে, বিজেপি সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে । তাই তারা মরিয়া হয়ে উঠেছে । কয়েকটা বাংলা ভাষা বলে বাংলার মানুষকে চেনা যায় না । বাংলার মানুষই দেশে পরিবর্তনের রাস্তা দেখাবেন ।

8.ব্রিগেডের দিনেও যানচলাচল স্বাভাবিক রাখল কলকাতা পুলিশ

রবিবার ব্রিগেড সমাবেশের দিন যানচলাচল দক্ষ হাতে সামাল দিল কলকাতা পুলিশ । শহরের বিভিন্ন রাস্তায় যানচলাচল স্বাভাবিক ছিল।

9.ব্য়ক্তিগত কারণে চতুর্থ টেস্টে নেই বুমরা

বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে, চতুর্থ টেস্টের জন্য স্কোয়াডে কোনও বাড়তি খেলোয়াড় নেওয়া হবে না ।

10.পরবর্তী ভেকেশন সুন্দরবনে, জানিয়ে দিলেন পঙ্কজ

পরবর্তী ভেকেশনে সুন্দরবন আসবেন, জানিয়ে দিলেন পঙ্কজ ত্রিপাঠী ।

ABOUT THE AUTHOR

...view details