1.সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের
এবার সোশাল মিডিয়া ও ডিজিটাল প্ল্য়াটফর্মের উপরেও রাশ টানল কেন্দ্রের মোদি সরকার ৷ ঘোষিত হল নয়া নির্দেশিকা ৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি, ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করতেই নজরদারির ব্যবস্থা করেছে সরকার ৷ যদিও তাতে ব্য়ক্তির গোপনীয়তা রক্ষার মতো বিষয়গুলি যে উপেক্ষিত হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট ৷
2.পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !
কোকেন কাণ্ডের তদন্তে কোমর বেঁধেছে লালবাজারের নারকোটিক্স সেল ৷ পামেলাকে আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ পুলিশের জালে উঠেছেন বিজেপি নেতা রাকেশ সিংও ৷ সূত্রের খবর, দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েই মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা ৷ মিলছে বিস্ফোরক সব তথ্য ৷ পাশাপাশি, পামেলার ফোনে পাওয়া কথোপকথনের রেকর্ড থেকেও মিলেছে কোকেন কারবারের নানা সূত্র ৷
3.ই-স্কুটারে রাজপথে প্রতিবাদী মমতা, কটাক্ষ বিরোধীদের
একদিকে যখন রাজপথে ই-স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা ৷ প্রতিবাদের সুর আরও বাড়বে, বললেন মমতা ৷
4."বাংলায় মোদি-শাহ সভা করবে, আমি করব না !" "দ্বিচারি তৃণমূল"কে তোপ ওয়েইসির
হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, লোকসভায় নাগরিকের অধিকার, বাক স্বাধীনতা নিয়ে হল্লা মাচায় তৃণমূল, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেয়, আর আমাকে সভা করতে দিল না ৷ তৃণমূলের দ্বিচারিতা স্পষ্ট ৷
5.নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ ব্রিটেনের আদালতের
নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যার্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷