1.লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যকে চিঠি রেলের
রেল কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালুর আর্জি রেলের । এ ব্যাপারে রাজ্যকে চিঠি দিল রেল ৷ রাজ্যের তরফে এখনও মেলেনি কোনও সদুত্তর ।
2.Newtown Shoot-out : এনকাউন্টারের আগের রাতে জয়পালদের ফ্ল্যাটে দুই মহিলা, উদ্ধার কন্ডোম
রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, শুট আউটের আগের রাতে সাপুরজীর বহুতলে গ্যাংস্টারদের ফ্ল্যাটে দু'জন মহিলা এসেছিলেন ৷ তাঁরা জয়পালদের সঙ্গে সারারাত ছিলেনও ৷ পরদিন সকালে বেরিয়ে যান সেখান থেকে ৷ পুলিশ ওই ফ্ল্যাট থেকে ব্যবহৃত কন্ডোমও উদ্ধার করেছে ৷ মহিলাদের পরিচয় এবং তাঁদের সঙ্গে জয়পাল এবং জসপ্রিতের কী সম্পর্ক ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা ৷
3.Kunal Ghosh : প্রথমে নিজের বাবাকে শেখান, দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ কুণালের
শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন বিষয়ে এতই যখন জ্ঞান তাহলে তৃণমূলকে শেখানোর চেষ্টা না করে । প্রথমে তাঁর বাবা শিশিরদাকে শেখান । কারণ তিনি বিজেপিতে যোগদান করার পরেও তৃণমূল সাংসদ পদটি ধরে রেখেছেন । মন্তব্য কুণাল ঘোষের ।
4.চাকুলিয়ায় ট্রাক্টর-বাইকের সংঘর্ষে মৃত 2
চাকুলিয়ার সাহাসপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত 2 ৷ পুলিশ ট্রাক্টর ও বাইক বাজেয়াপ্ত করেছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷
5.ভাঙড়ের কিশোর ভারতীর উদ্যোগে ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ
ভাঙড়ের কিশোর ভারতীর তরফে করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিনেশনের সঙ্গে চলছে চারাগাছ বিতরণ ৷ রবিবার প্রায় 200 জনকে ভ্যাকসিন দেওয়া হয় ৷