পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ়

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

TOP NEWS
TOP NEWS

By

Published : May 9, 2021, 11:14 AM IST

1.দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

দেশে করোনাভাইরাসের গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী ৷ রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্য়ু ৷ একদিনে সংক্রমিত হয়েছেন আরও 4.03 লক্ষেরও বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে 4092 জনের ৷

2.করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে ভর্ৎসনা ল্যানসেটের, টুইটে মোদিকে খোঁচা মহুয়ার

গতকাল রাতে একটি টুইট করেন মহুয়া মৈত্র ৷ সেখানে প্রথমেই ল্যানসেটে প্রকাশিত সম্পাদকীয়র একটি উক্তি তুলে ধরেন ৷ ল্যানসেটের প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে মোদি সরকার নিজেই জাতীয় বিপর্যয় ডেকে আনছে ৷ সেই বিষয়টি তুলে ধরে মোদিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ ল্যানসেটের এই ভৎর্সনার জন্য মোদিকে কটাক্ষের সুরে শুভেচ্ছা জানান মোদিকে ৷

3.ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু ৷

4.আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে

শেষ 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 127 জনের ৷ দৈনিক আক্রান্ত প্রায় 20 হাজার ছুঁই ছুঁই ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে 17 হাজার 436 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

5.মোদির কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য, কোভিড ভুলগুলি মেনে নিক কেন্দ্র: ল্যানসেট

কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মকাণ্ড ক্ষমতার অযোগ্য ৷ কোভিড নিয়ে নিজেদের ভুলগুলি মেনে নিক ভারত সরকার ৷ এ ভাবেই কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে তুলোধোনা করল ল্যানসেট ৷

6.মাদক কাণ্ডে গ্রেফতার পলাতক অভিযুক্ত অমৃত সিং

রাকেশ সিং মাদক কাণ্ডে অবশেষে পুলিশের জালে পলাতক অভিযুক্ত অমৃত সিং ৷ সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে পুণে থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা ৷

7.করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান

‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ - বিশ্বকবির জন্মদিনে তাঁরই লেখা এই গান বোধহয় আজ গোটা শান্তিনিকেতনবাসীর মনে বাজছে ৷ ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে বন্ধ কবিগুরুর 160তম জন্মদিবসের অনুষ্ঠান ৷ গোটা শান্তিনিকেতন জুড়ে আজ বিরাজ করছে স্তব্ধতা ৷

8.10 মে থেকে আরও 14 দিনের লকডাউন পুদুচেরিতে

পুদুচেরি সরকার করোনা সংক্রমণ রুখতে কিছু বিধি নিষেধ জারি করেছিল ৷ কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ৷ উল্টে সংক্রমন আরও বেড়েছে ৷ চলতি বছরের 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত লকডাউন থাকলেও সংক্রমণের হার কমেনি ৷ তাই সংক্রমণ রুখতে 10 মে-র পরেও লকডাউনের প্রয়োজন অনুভব করেছে পুদুচেরি সরকার ৷

9.করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ফারহান আখতার

নিজের অভিজ্ঞতা সোশ্যল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি বলেন, "যাঁরা এখনও ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হয়ে 2 থেকে 3 ঘণ্টা সময় লাগে ৷ তাই দয়া করে ধৈর্য ধরুন ৷ প্রয়োজনে সঙ্গে জল এবং কিছু খাবার রাখুন ৷ সাবধানে থাকুন ৷"

10.রবীন্দরের পর এমকে কৌশিক, করোনা কাড়ল 2 অলিম্পিক সোনাজয়ীর প্রাণ

করোনায় আক্রান্ত হয়ে আজই লখনউয়ে প্রয়াত হন মস্কো অলিম্পিকসে সোনাজয়ী হকি দলের সদস্য রবীন্দর পাল সিং ৷ শোকে ছায়া নামে ভারতীয় হকি জগতে ৷

ABOUT THE AUTHOR

...view details