ভাঙড়, 15 জুন: পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে গত তিন দিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি বারুইপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণাধীন ভাঙড় এলাকায় ৷ গত দুদিনের রেশ ধরেই বৃহস্পতিবারও সকাল থেকেই সেখানে শুরু হয় ব্যাপক গণ্ডগোল ৷ ইটবৃষ্টির পাশাপাশি মুড়ি-মুড়কির মতো হতে থাকে বোমা বর্ষণ । এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ব্যাকফুটে যেতে দেখা গেল পুলিশকে ৷ এলাকায় গিয়েও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে অন্যত্র সরে গেলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ।
ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, কোনও দায়িত্বশীল পুলিশ আধিকারিক এইভাবে তাঁর নিচুতলার পুলিশ কর্মীদের ঘটনাস্থলে রেখে ঘটনাস্থল ছেড়ে চলে যেতে পারেন না । এতদিন ধরে ওই এলাকায় বোমা বারুদ সংরক্ষণ করে রাখা হয়েছে এবং তার খবর রাজ্য পুলিশের উচ্চপদস্থ গোয়েন্দা আধিকারিকরা জানতেই পারলেন না, এটিও পুরোপুরি ভুল বলে দাবি করেছেন তিনি । রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ইটিভি ভারতকে জানিয়েছেন, পুলিশ সব জানে । কিন্তু পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ৷ ফলে পুলিশ নিজের কাজ করতে পারছে না ।