কলকাতা, 18 ডিসেম্বর : রাজ্যের 2021-এর বিধানসভা নির্বাচন দোড়গোরায় ৷ এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতে গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক করল কংগ্রেস নেতৃত্বরা ৷ প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধান ভবনে বৈঠক করলেন এ রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জিতিন প্রসাদ । বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে প্রচারে আসবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । নতুন বছরের শুরুতেই আমন্ত্রণ জানান হবে তাঁদের । বৈঠকের পর জানান জিতিন প্রসাদ ।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি সহ রাজ্যের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ বৈঠক শেষে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জিতিন প্রসাদ বলেন, "বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালানো হবে৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের ঘরে ঘরে যাবে কংগ্রেস । বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চায় বিজেপি ।"