পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা - টপ নিউজ়

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 5 pm শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে কমিশনে স্মারকলিপি তৃণমূলের
top news at 5 pm

By

Published : Apr 20, 2021, 5:00 PM IST

1.শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে কমিশনে স্মারকলিপি তৃণমূলের

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার জন্য নির্বাচন কমিশনে স্মারকলিপি তৃণমূলের । এর আগেও একাধিকবার তৃণমূলের তরফে এই দাবি তোলা হয়েছিল । কমিশনের তরফে সর্বদল বৈঠকও ডাকা হয়েছিল । কিন্তু সেই বৈঠক থেকে তিন দফার ভোট সংযুক্তিকরণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । এই পরিস্থিতিতে আজ ফের একবার কমিশনের কাছে স্মারকলিপি পাঠাল তৃণমূল ।

2.সকালে 4 ঘণ্টা খোলা থাকবে দুধের দোকান, মুদিখানা; নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

মুদিখানা, সবজি ও দুধের দোকান সকাল 7 টা থেকে বেলা 11 টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ খাবারের হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে সকাল 7 টা থেকে রাত 8 টা পর্যন্ত ৷ করোনা পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার ৷

3.ভ্যাকসিনের দাবিতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভ্যাকসিনের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

4.কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার

কোভিড আবহে জনসভার ভিড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্তুষ্টিতে তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ মোদিকে ক্ষমতালোভী বলে তোপ তাঁর ৷

5.করোনা আক্রান্ত কেজরিওয়ালের স্ত্রী, হোম কোয়ারানটিনে দিল্লির মুখ্যমন্ত্রী

করোনা আক্রান্ত অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ হোম কোয়ারানটিনে আছেন দিল্লির মুখ্যমন্ত্রীও ৷

6.উত্তরপ্রদেশে অক্সিজেনের হাহাকার, অসহায় যোগী সরকার

কোভিড 19-এর প্রথম তরঙ্গ থেকে এখনও মানুষ নিস্তার পাননি, তার মধ্যেই দ্বিতীয় তরঙ্গ গোটা মানব জাতিকে আঁকড়ে ধরেছে । চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ প্রথমটার থেকেও ভয়ঙ্কর । যত দিন এগোচ্ছে, ততই বিষয়টা স্পষ্ট হচ্ছে । গত বছর উত্তরপ্রদেশের মোটের উপর ভালই পরিষেবা দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কিন্তু, করোনার দ্বিতীয় তরঙ্গ যখন আঘাত হানল, তখন তাঁকে খুবই অসহায় বলে মনে হচ্ছে । হাসপাতালগুলিতে অক্সিজেন, বেড, ওষুধের মারাত্মকভাবে অভাব নজরে আসছে । এর ফলে মৃতদেহগুলি শ্মশান ও কবরস্থানে স্তূপাকারে জমা হচ্ছে ।

7.আজ সন্ধ্যা 6টায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে গত এক সপ্তাহে 2 লক্ষের বেশি দৈনিক সংক্রমণ হচ্ছে ভারতে ৷ এমনকি মৃত্যুর হারও কয়েকশো শতাংশ বেড়ে গিয়েছে ৷ ফলে এই ভয়াবহ পরিস্থিতিকে সামাল দিতে তৎপর হয়েছে কেন্দ্র ৷ এই পরিস্থিতিতে আজ সন্ধ্যা 6টায় করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

8.করোনার বাড়বাড়ন্ত, স্থগিত ইউজিসি-নেট পরীক্ষা

করোনার বাড়বাড়ন্ত । এবার স্থগিত করা হল ইউজিসি-নেট পরীক্ষা । 2 মে থেকে 17 মের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু উদ্ভুত করোনা পরিস্থিতির জেরে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল ।

9.ট্রোলের শিকার 'সারেগামাপা' বিজয়ী অর্কদ্বীপ মিশ্র, কী বললেন ইমন

দীর্ঘ ন'মাসের পর অবশেষে জি বাংলার 'সারেগামাপা' বেছে নিল 2020-র বিজয়ীকে ৷ সেরার শিরোপা জিতে নিলেন অর্কদ্বীপ মিশ্র ৷ এরপরই ট্রোলের শিকার হন তিনি ৷ প্রশ্ন উঠেছে , তাঁর যোগ্যতা নিয়ে ৷ এ বিষয়ে কী বললেন ইমন?

10.এএফসি চ্যাম্পিয়ন লিগে কঠিন ম্য়াচ এফসি গোয়ার

এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) প্রথম দু’টি ম্যাচ ড্র করে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে এফসি গোয়া ৷ অন্যদিকে নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইরানের পার্সেপোলি এফসি ৷

ABOUT THE AUTHOR

...view details