পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা ও ডেঙ্গির প্রাদুর্ভাব রুখতে আগামীকাল নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর - corona virus pandemic

কোরোনা নিয়ে জেরবার গোটা দেশ তথা রাজ্যের মানুষ । এই অবস্থায় ডেঙ্গি বা অন্যান্য রোগ মাথাচাড়া দিলে তা রাজ্যের পক্ষে ভয়াবহ হবে বলে মনে করছে‌ন মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা ।

By

Published : Apr 27, 2020, 9:25 PM IST

Updated : Apr 27, 2020, 11:36 PM IST

কলকাতা, 27 এপ্রিল: একে কোরোনা আতঙ্ক নিয়ে তটস্থ গোটা রাজ্য । উদ্বিগ্ন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । এরপর ডেঙ্গি সহ অন্যান্য রোগের প্রকোপ শুরু হলে রেহাই থাকবে না বলে মনে করছেন নবান্নের কর্তারা । এই নিয়ে আগামীকাল নবান্নর সভাঘরে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি । জানা গেছে, কোরোনার পাশাপাশি ডেঙ্গি সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রুখতে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী ‌।

কোরোনা সংক্রমণ রুখতে একদম প্রথম থেকেই সচিব, আমলা সহ রাজ্য ও জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী । এই বৈঠকগুলো থেকেই ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তিনি । সাধারণত মে মাস থেকেই রাজ্যে শুরু হয়ে যায় ডেঙ্গির প্রাদুর্ভাব । অব্যাহত থাকে একদম নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত‌ । ডেঙ্গি নিয়ে প্রতিবছরই নাজেহাল হতে হয় রাজ্য সরকারকে । এবার কোরোনা নিয়ে জেরবার গোটা দেশ তথা রাজ্যের মানুষ । এই অবস্থায় ডেঙ্গি বা অন্যান্য রোগ মাথাচাড়া দিলে তা রাজ্যের পক্ষে ভয়াবহ হবে বলে মনে করছে‌ন মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা । তাই আগেভাগেই তৎপরতা শুরু করেছে নবান্ন ।

আগামীকাল নবান্ন সভাঘরে জরুরি ভিত্তিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ নবগঠিত ক্যাবিনেট কমিটির সদস্য অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ।

Last Updated : Apr 27, 2020, 11:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details