কলকাতা, ২১ জুলাই : ফের টলিউডের দুজন কলাকুশলী যোগ দিলেন BJP-তে । আজ অভিনেত্রী রিমঝিম মিত্র ও অভিনেতা সুরজিৎ চৌধুরি BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এছাড়াও আজ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন পামেলা গোস্বামী, প্রবীর কুমার দে, দূর্বা চৌধুরি । কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন দেবাশিস পাইন ও রাজেশ পাইন ।
BJP-তে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র
BJP-তে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র ও অভিনেতা সুরজিৎ চৌধুরি ৷ আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
রিমঝিম মিত্র বলেন, "আগে সেই ভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না । তবে কেন্দ্রে নরেন্দ্র মোদি যেভাবে সবার জন্য কাজ করছেন, তাতে আমরা সামিল হতে চাইছি । টালিগঞ্জ এলাকায় কাজের পরিবেশ নেই । তাই আমি আজ BJP-তে যোগ দিলাম । আমি চাই বাংলাতেও এবার উন্নয়ন হোক ।"
কয়েকদিন আগেই BJP- তে যোগ দেন বাংলার একঝাঁক কলাকুশলী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পার্নো মিত্র, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র । দিল্লিতে BJP-র সদর দপ্তরে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সম্বিত পাত্র তাঁদের BJP-তে যোগদান করান । লোকসভা নির্বাচনে BJP 18 টি আসন পাওয়ার পর রাজ্য রাজনীতির সমীকরণ পালটেছে অনেকটাই । তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন অনেকে । তবে, টলিপাড়ায় তৃণমূলে ভাঙন ? কিছুদিন আগেও তা অনেকেই বিশ্বাস করতে পারতেন না । 21 জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে পুজো কার্নিভাল, টলি তারকাদের সংখ্যাগরিষ্ঠকে দেখা যেত তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের সব অনুষ্ঠানেই । দায়িত্ব থাকত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসেপ উপরে । এমনকী টলিউড থেকে সব থেকে বেশি সদস্য রাজ্য ও কেন্দ্রীয় আইনসভায় গেছে তৃণমূলের আমলেই । ফলে একদা অরূপ বিশ্বাসের গড়ে বড়সড় হানা দিয়েছে BJP ।