পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টলিউড অভিনেত্রীকে হেনস্থা, ধৃত ক্যাব চালক - Police

টলিউড অভিনেত্রী হেনস্থাতেও দ্রুত ব্যবস্থা নিল কলকাতা পুলিশের সাউথ ডিভিশন। অভিযুক্ত ক্যাব চালক জামশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বস্তিকা

By

Published : Jul 10, 2019, 4:39 PM IST

কলকাতা, 10 জুলাই : বক্সার সুমন কুমারী হেনস্থায় সক্রিয় হয়েছিল কলকাতা পুলিশ। টলিউড অভিনেত্রী হেনস্থাতেও দ্রুত ব্যবস্থা নিল কলকাতা পুলিশের সাউথ ডিভিশন ।

এবার এক টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে । আজ সকালে বাইপাস এলাকায় ঘটেছে ঘটনা । ঘটনার খবর আসতেই ডিসির নির্দেশে দাসানি স্টুডিয়োতে পৌঁছে গেলেন তিলজলা থানার অফিসার ইনচার্জ । সেখানেই দায়ের হল অভিযোগ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ক্যাব চালক জামশেদকে গ্রেপ্তারও করা হয়েছে ।

বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বস্তিকা দত্ত নামে ওই অভিনেত্রী । পরে সেই পোস্ট তুলে নেন তিনি। তবে তার আগেই চাউর হয়ে যায় খবর। সেই সূত্র ধরেই তৎপর হয় পুলিশ।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবিতে নায়িকায় ভূমিকায় কাজ করেছেন স্বস্তিকা । বেসরকারি চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । এখন স্বস্তিকা ওই চ্যানেলের অপর একটি ধারাবাহিক 'বিজয়িনী'-র মুখ্য চরিত্রে কাজ করছেন । অভিযোগ, আজ শুটিংয়ে যাওয়ার পথে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে ।

অভিনেত্রী বলেন, ''আজ সকালে কল টাইম ছিল দাসানি স্টুডিওতে । আমি সেখানে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করি । গাড়ির চালকের নাম জামশেদ। '' অভিযোগ, অভিনেত্রীকে তিলজলার বাড়ি থেকে গাড়িতে তোলে চালক। অভিনেত্রীর অভিযোগ, বাইপাসের কাছে উত্তর পঞ্চান্ন গ্রামের একটি রেস্তোরাঁর সামনে ওই ক্যাব চালক আচমকাই গাড়ি থেকে নামে । তারপর নেমে যেতে বলে অভিনেত্রীকে। নামতে না চাইলে পিছনের দরজা খুলে হাত ধরে নামাতে চেষ্টা করা হয় অভিনেত্রীকে । স্বস্তিকা বলেন, সেই সময় গাড়ির চালক তাঁকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করে । বেশ কিছুক্ষণ চলে বচসা।

স্বস্তিকা দত্ত বলেন, "শুটিংয়ের দেরি হচ্ছিল । পুরো ইউনিট অপেক্ষা করছিল । বাধ্য হয়ে অন্যভাবে চলে যাই ।" বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details