কলকাতা, 11 মার্চ: ঋতুরাজ বসন্তকে কেন্দ্রে রেখে দিকে দিকে নানা রঙের অনুষ্ঠান চলছে শহরের বুকে ৷ নাচ, গানের অনুষ্ঠান, সমাজ সেবামূলক কাজ- সবরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন উদ্যোগীরা ৷ 'কলিকাতা স্প্রিং' তেমনই একটি ৷ তবে, অনেকটা অন্যরকম ৷ ভাস্কর্য, নান্দনিকতা, সুরের সরোদ, নৃত্যের সঙ্গে আলোর যাত্রী কিছু শিল্পী মুখ- এই উদ্যোগের মূল রসদ (Kalikata Spring Exhibition) ৷
ভবানীপুরের 'দ্য বেঙ্গল ঘরানা'তে চলছে 'কলিকাতা স্প্রিং' ৷ নকশি কাঁথা, হাতের তৈরি গয়না, ধোকরা বয়নশিল্প, পুরনো নকশার শাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য ৷ দিনাজপুর, বীরভূম থেকে মেয়েরা এসেছেন তাঁদের হাতের তৈরি পশরা নিয়ে ৷ রয়েছে হাতে তৈরি কাগজের ব্যাগ আর বনপুলকের মালোহার সম্প্রদায়ের পিতলের মূর্তি ৷ 'কলিকাতা স্প্রিং' শীর্ষক এই প্রদর্শনীটি চলবে 12 মার্চ অবধি ৷ প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন নয়নতারা পাল চৌধুরী, সন্দীপ বক্সি, জয় সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন এবং সায়ন্তনী গুহঠাকুরতা ৷