পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরুতেই ঝোড়ো ইনিংস শীতের, কলকাতায় পারদ নামতে পারে 15 ডিগ্রিতে - কেমন থাকবে আজকের আবহাওয়া

Weather Update of West Bengal: অগ্রহায়ণের শেষবেলা থেকেই বেশ ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে এহেন পারদ পতনে শীত বেশ ভালোভাবেই মালুম হচ্ছে । ঠান্ডা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

Etv Bharat
বঙ্গে বাড়বে ঠান্ডা

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:20 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর: প্রথম থেকেই চালিয়ে খেলছে শীত । দক্ষিণবঙ্গে সবে ইনিংস শুরু করেছে । সময়ের কিছুটা আগেই দাপট দেখাচ্ছে শীত । অগ্রহায়ণের বেলাশেষে হিমের পরশে শীতের আগমনী বেশ ভালোই অনুভব করছে বাংলা । পরিস্থিতি যা তাতে হাওয়া অফিস মনে করছে, এবারের শীতের শুরুটা বিগত বছরগুলির থেকে অনেকটাই আলাদা ৷

পৌষমাস শুরু হতে এখনও সপ্তাহখানেক বাকি । কিন্তু এখনই শীতের ভরপুর আমেজ অনুভূত হচ্ছে বাংলায় । শনিবার থেকেই রাজ্যের বাতাসে ঠান্ডার আমেজ । পারদ নেমে গিয়েছে 17 ডিগ্রিতে ৷ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এহেন পারদ পতনে শীত বেশ ভালোভাবেই মালুম হচ্ছে । যা দেখে আলিপুরও বলছে শীত বেড়েছে । জেলা শহরগুলোয় এই পারদ পতন অব্যাহত । বর্ধমানে ইতিমধ্যেই তাপমাত্রা 12 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে । বাঁকুড়ায় 13 ডিগ্রি । বীরভূমে 15 ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ ।

আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রথম দু'দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হতে পারে । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । আগামী দু'দিনে তা কমে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়তে পারে । ফলে শীতের কামড় যে বেশ ভালোই অনুভব হবে তা বলাই বাহুল্য । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 21.8 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97 শতাংশ ।

উত্তরবঙ্গে আগামী পাঁচদিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । ইতিমধ্যেই উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি কিংবা বরফ পড়ার পূর্বাভাস রয়েছে । ফলে ওখানে শীত যে আরও জাঁকিয়ে পড়বে তা ধরেই নেওয়া যায় । আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে চলেছে কলকাতায় । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details