পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতের দাপুটে ইনিংস চলবে, আগামী 5 দিন ঠান্ডায় কাঁপবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ; কলকাতাও কনকনে - রাজ্যের উত্তর থেকে দক্ষিণ

Weather Update of West Bengal: শীত প্রিয় মানুষের পৌষমাস । রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের ৷ আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে মনে করা হচ্ছে।

Etv Bharat
বঙ্গে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 7:04 AM IST

Updated : Dec 13, 2023, 7:12 AM IST

কলকাতা, 13 ডিসেম্বর: শীত স্ট্রাইকিং রেট বাড়িয়েই চলেছে । এই বিষয়টি শীত বিলাসীদের আরও বেশি আহ্লাদিত করে তুলেছে । কুয়াশা ঘেরা ভোর যখন সকালের দিকে পা বাড়ায় তখন নরম রোদ তাকে আলিঙ্গন করে । ঠান্ডার শিরশিরানি হাওয়া সেই আলিঙ্গনে প্রলেপ ছড়িয়ে দিতে থাকে সারাদিন । অগ্রহায়ণ পেরিয়ে ক্যালেন্ডার বলছে পৌষমাস আসছে ৷ তার আগেই দ্রুত নামতে শুরু করেছে তাপমাত্রা। আর আপাতত এই পরিস্থিতিতে তেমন কোনও বদল হবে না।

আকাশে বাতাসে এখন খুশির আমেজ । সেই আমেজ বাড়াতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বাড়তি ইন্ধন জোগাচ্ছে । হাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আরও কোনও সম্ভাবনা নেই । ফলে ঠান্ডা হাওয়ার অবাধ গতির হাত ধরে পারদ পতন চলবে। শীতের আমেজও বজায় থাকবে । আজ বুধবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 এবং 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কোথাও 12 তো আবার কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে । আর তা যথেষ্ট হাড়কাঁপানোও বটে । কলকাতাও শীতের কামড় থেকে পিছিয়ে নেই । জেলাগুলিতে তাপমাত্রা নামার পাশাপাশি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে আগামী 5 দিন রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তাপমাত্রা আরও খানিকটা নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফলে দক্ষিণবঙ্গের সর্বত্র এখন শীতের দাপট । অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । বাকি কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ ।

Last Updated : Dec 13, 2023, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details