পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টির কাঁঁটা পেরিয়ে বঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, ভোরে দাপট থাকবে কুয়াশার - বঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

West Bengal Weather Update: অকাল বৃষ্টির সম্ভাবনা আর নেই ৷ রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া ৷ ফলে শুরুতেই বঙ্গে শীতের ঝোড়ো ইনিংসের আভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷

Etv Bharat
বঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:39 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: হেমন্তে হিমের পরশ নয়, অগ্রহায়ণের শেষ সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উত্তুরে বাতাসের অবাধ প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল । হাওয়া অফিসের পূর্বাভাস মত সেসব সম্ভাবনা এখন আর নেই । ফলে শনিবার থেকেই উত্তুরে ঠান্ডা হাওয়া অবাধভাবে ঢুকতে শুরু করেছে রাজ্যে । আজ রবিবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে । যদিও তা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । যেহেতু গত কয়েকদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, ফলে স্বাভাবিকের নীচে নামতে আরও কয়েকদিন লাগবে বলেই মনে করছে হাওয়া অফিস । আগামী রবিবার কলকাতার তাপমাত্রার পারদ 15 থেকে 16 ডিগ্রিতে নামার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা ।

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলা শহরগুলোর সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নীচে রয়েছে । বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পতনে বেশ ভালো ঠান্ডা মালুম হচ্ছে । উত্তরবঙ্গেও শীতের কামড় যথেষ্ট রয়েছে । সান্দাকফুতে বরফ পড়ায় শীত জাঁকিয়ে পড়েছে । এরপর আবার উপরের পাঁচটি জেলার দুটো অর্থাৎ দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় শীত আরও জাঁকিয়ে পড়ার সম্ভাবনা জোরালোভাবে তৈরি হয়েছে ।

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96 শতাংশ । উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিনের পূর্বাভাসের প্রথম দু'দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details