পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 15, 2020, 3:43 PM IST

ETV Bharat / state

আমন্ত্রণে সাড়া, রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

আজ প্রায় 25 মিনিটের সাক্ষাতে দু'জনের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতুহল চরমে ‌। রাজভবন সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিকেলে রাজভবনে চা-চক্রের আয়োজন করেছেন রাজ্যপাল। বিশিষ্ট ব্যক্তিদের সেই চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রীও । কিন্তু বিকেলে কাজে থাকার কারণে সকালেই আমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে গিয়েছিলেন ৷

রাজভবনে মমতা
রাজভবনে মমতা

কলকাতা, 15 অগাস্ট : রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে রাজভবনে যান তিনি ৷ সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ রাজভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের DG ও কলকাতার পুলিশ কমিশনার ৷ প্রায় 25 মিনিট রাজভবনে থাকার পর বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাতের আবহের মধ্যেই আজ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ৷ কারও কারও প্রশ্ন, তাহলে কি রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি পড়তে চলেছে ?

বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত সর্বজনবিদিত‌ । পত্রযুদ্ধ থেকে টুইট বার্তা, দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে । রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক হিংসা, শিক্ষাক্ষেত্র ও কোরোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল । ছেড়ে কথা বলেননি শাসকদলের মন্ত্রী-সাংসদরা ‌। অভিযোগ খণ্ডন করে পালটা জবাব দিয়েছেন তাঁরা । এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের সংঘাত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আজ প্রায় 25 মিনিটের সাক্ষাতে দু'জনের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতুহল চরমে ‌। রাজভবন সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিকেলে রাজভবনে চা-চক্রের আয়োজন করেছেন রাজ্যপাল। বিশিষ্ট ব্যক্তিদের সেই চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রীও । কিন্তু বিকেলে কাজে থাকার কারণে সকালেই আমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে গিয়েছিলেন ৷

যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের একাংশ মুখ্যমন্ত্রী রাজভবন গমনকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছে ৷ মুখ্যমন্ত্রী নিজেও এবিষয়ে খোলসা করে কিছু বলেননি ৷ তিনি রাজভবন থেকে বেরিয়ে জানান, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details