কলকাতা, 12 জুন: পাহাড়ে বৃষ্টি আর সমতলে বৃষ্টির আশ্বাস। 'বর্ষা এল বঙ্গে' বলা হলেও তার প্রত্যক্ষ উপস্থিতি এখনও চোখে পড়েনি। যদিও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহও। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী 24 ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা পুরোপুরি প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের দিন 7 জুন। সেদিক থেকে বাংলায় এবছর দেরিতে বর্ষার আগমন। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? এই প্রশ্নের উত্তরে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর। গতবছরের উদাহরণ টেনে বলা হচ্ছে 18 জুন বর্ষা এসেছিল দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে ইতিমধ্যে ভালো বৃষ্টি হচ্ছে। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। আজ, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার, জলপাইগুড়ি ৷ আজ থেকে বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তির পাশাপাশি দহনজ্বালার শঙ্কা শেষ হয়নি। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।