কলকাতা, 10 জুন: বর্ষা দিল ভরসা আর ভয় নেই ৷ শুক্রবার বিকেলে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী জেলাগুলো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গরমের দাপটে রাশ পড়েছে। তবে এই বৃষ্টি স্থানীয়ভাবে সৃষ্টি মেঘের ফসল নয়, বর্ষার আগমনী। তাই স্বস্তির হাসি বঙ্গজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 72 ঘণ্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করবে। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে ৷ তা চলবে 10 থেকে 15 জুন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা, মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামিকাল থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷