পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Forecast: বৃষ্টির হাত ধরে বর্ষার হাতছানি বঙ্গে, তাপপ্রবাহ চলবে - তাপপ্রবাহ

গরমে কিছুটা স্বস্তি দিয়েছে শুক্রবার বিকেলের বৃষ্টি ৷ তবে এ ইঙ্গিত বর্ষার আগমনের ৷ হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামিকাল থেকে ৷ তবে তাপপ্রবাহও জারি থাকবে ৷ অন্যদিকে, উত্তরে বৃষ্টির ভারী সতর্কতা জারি করা হয়েছে ৷

WB Weather Forecast
বৃষ্টির হাত ধরে বর্ষার হাতছানি বঙ্গে

By

Published : Jun 10, 2023, 7:23 AM IST

Updated : Jun 10, 2023, 7:44 AM IST

বৃষ্টির হাত ধরে বর্ষার হাতছানি বঙ্গে

কলকাতা, 10 জুন: বর্ষা দিল ভরসা আর ভয় নেই ৷ শুক্রবার বিকেলে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী জেলাগুলো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গরমের দাপটে রাশ পড়েছে। তবে এই বৃষ্টি স্থানীয়ভাবে সৃষ্টি মেঘের ফসল নয়, বর্ষার আগমনী। তাই স্বস্তির হাসি বঙ্গজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 72 ঘণ্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করবে। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে ৷ তা চলবে 10 থেকে 15 জুন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা, মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামিকাল থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷

মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। শুক্রবার বঙ্গের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:শনিবারের বারবেলাতে শুভযোগ কোন রাশির, জানুন রাশিফলে

দ্বিতীয় স্থানে আসানসোল, সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89 শতাংশ। শনিবার আংশিক মেঘলা আকাশ। অস্বস্তিকর ঘর্মাক্ত গরম অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Jun 10, 2023, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details