ঝড়-বৃষ্টির বদলে আপাতত সঙ্গী হতে চলেছে গরম কলকাতা, 30 মে: ঝড়-বৃষ্টির ঝাপটায় বাড়তে থাকা পারদে রাশ টানার সাময়িক বিরতি। ফের অস্বস্তিকর গরম সইতে হবে বঙ্গবাসীকে। বৃষ্টির প্রত্যাশা করে আপাতত অপেক্ষাই সার। মৌসম ভবন ইতিমধ্যে জানিয়েছে কেরলে বর্ষা ঢুকবে পয়লা জুন নয়, কয়েকদিন দেরিতে। ফলে বঙ্গেও বর্ষার প্রবেশ দেরিতে হবে বলেই মনে করছেন আবহবিদরা। আপাতত সব মিলিয়ে নিয়মিত ঝড়-বৃষ্টির বিরতি। গরমই সঙ্গী। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাসের আবহাওয়ার পূর্বাভাসের নির্যাস হল-
দক্ষিণবঙ্গে আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন-
সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আর তা হয়েছে। মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টিতে বিরতি। গরম ও অস্বস্তি দু'টোই বাড়বে। পরবর্তী তিন থেকে চার দিনে 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। ফলে ফের প্রাণান্তকর গরমের পূর্বাভাস আলিপুরের।
উত্তরবঙ্গেই কেমন থাকবে আবহাত্তয়া-
সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার পরিস্থিতি আলাদা। মালদা, দুই দিনাজপুরে তাপমাত্রা আজ থেকে বেশ কিছুটা বাড়বে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া-
আগামী 3 দিন আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। সোমবার কলকাতা এবং তার পাশবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84 শতাংশ। আজ মঙ্গলবার অস্বস্তিকর গরম আবহাওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।
নিম্নচাপ অক্ষরেখা তৈরি হলেও গরম বাড়বে-
পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে তৈরি হয়েছে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। এর ফলে বাতাসে জলীয় বাষ্প আগের থেকে কিছুটা কমেছে। দু'-একটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে সোমবার থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। উপকূলের দুই জেলা এবং পার্বত্য জেলা ছাড়া আর কোথাও আপাতত বৃষ্টি নেই। পশ্চিমের জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। কলকাতায় আগামী 72 ঘণ্টায় 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। জুনের শুরুতে ভোগাবে প্যাচপ্যাচে আর্দ্র ঘর্মাক্ত গরম।
আরও পড়ুন:পেশাদারী দক্ষতা প্রমাণের চেষ্টা মকরের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে