প্রাণহানি রুখতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ আবহবিদদের কলকাতা, 17 মে: জ্যৈষ্ঠ মাসের শেষে গরম তার ইনিংস নিজের মতো করে খেলে চলেছে। দক্ষিণ দিক থেকে আসা বাতাসে ফের প্রচুর পরিমাণে প্রবেশ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, আগামী 11 জুন এই রাজ্যে বর্ষার প্রবেশ করার কথা। কিন্তু সে ব্যাপারে এখনই কিছু বলার চেয়ে অপেক্ষার রাস্তায় হাঁটতে চান আবহবিদরা। আপাতত তাঁদের চিন্তায় রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি। আবহাওয়াবিদরা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, জীবনহানি রুখতে বারবার তাঁদের তৈরি অ্যাপস ব্যবহারের কথা বলছেন।
যাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির কথা জানতে পেরে সতর্ক হতে পারে মানুষ। সোমবার দমকা হাওয়ায় রাজ্যজুড়ে ক্ষতি হয়েছে যথেষ্ট। প্রাণহানিও হয়েছে। গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে গণপরিবহণের যাত্রাপথ থমকে গিয়েছে। স্তব্ধ হয়েছে গতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। যা মঙ্গলবার চলেছে এবং আজ বুধবার জারি থাকবে।
- আজকের জন্য বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিটা আগামী 20 মে পর্যন্ত চলবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে 'দামিনী' অ্যাপ ব্যবহারের কথা বলেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ এই অ্যাপসটির মাধ্যমে 20 কিলোমিটারের মধ্যে কোথায় বজ্রবিদ্যুৎ হতে পারে তা আগাম জানিয়ে দেওয়া হয়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সময় সবাইকে সতর্কতা অবলম্বন জরুরি। এমনকী গাড়িতে বেরোনো ঠিক নয়। কারণ গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তাই এই পরিস্থিতিতে সতর্ক হওয়া জরুরি।
আরও পড়ুন:রাজ্যজুড়ে কালবৈশাখীর তাণ্ডব, মৃত 2
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী 20 মে পর্যন্ত ঝড়-বৃষ্টির কথা জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। প্রথম দু'দিনে উত্তরবঙ্গের নীচের দিকে দুই দিনাজপুর, মালদায় কম বৃষ্টি হবে। তারপর থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।