পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Report: কাটল দুর্যোগের ঘনঘটা! বৃষ্টির ভ্রুকুটি কমে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস - তাপমাত্রা

মেঘ কেটে উঠবে রোদ, বাড়বে গরম এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ গত কয়েকদিন ধরে বাংলাজুড়ে যে ঝড়-বৃষ্টি হয়েছে তা আপাতত আর সেভাবে মিলবে না, জানানো হল হাওয়া অফিসের তরফে ৷

West Bengal Weather Report
শুষ্ক আবহাওয়া

By

Published : Apr 3, 2023, 6:47 AM IST

কলকাতা, 3 এপ্রিল: রবিবার আকাশে মেঘ ছিল না। বদলে রৌদ্রজ্বল দিন দেখলেন বঙ্গবাসী । হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বৃষ্টির ভ্রুকুটি কমলেই পারদ চড়বে। রবিবার দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ। আজ সোমবার থেকে জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হলেও রবিবার সেভাবে ঝড়বৃষ্টি হয়নি। হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে।

সোমবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিন ধরে বাংলাজুড়ে যে ঝড়-বৃষ্টি হয়েছে তা আপাতত সেভাবে মিলবে না। ফলে দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে। বাড়বে গরমের অস্বস্তি। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন:সপ্তাহের প্রথম কাজের দিন কেমন কাটবে জানুন রাশিফলে

ঝড়বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আজ সোমবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি ও 24 ডিগ্রির আশেপাশে থাকবে। এবছর মার্চ মাসজুড়ে ব্যতিক্রমীই ছিল আবহাওয়া। প্রায়ই সারা মাস জুড়ে দেখা গিয়েছে বৃষ্টির দাপট। যদিও এই বৃষ্টি গরমের হাত থেকে রেহাই দেবে না বলেই জানা গিয়েছে। সেটা দেয়ওনি। কেননা, যথেষ্ট গরম অনুভূত হয়েছে। এই এপ্রিলেই বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার। সেই সঙ্গে তীব্র গরমের পূর্বাভাস রয়েছে এপ্রিলে। আর সেটা এখন থেকেই বোঝাও যাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details