কলকাতা, 3 এপ্রিল: রবিবার আকাশে মেঘ ছিল না। বদলে রৌদ্রজ্বল দিন দেখলেন বঙ্গবাসী । হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বৃষ্টির ভ্রুকুটি কমলেই পারদ চড়বে। রবিবার দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ। আজ সোমবার থেকে জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হলেও রবিবার সেভাবে ঝড়বৃষ্টি হয়নি। হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে।
সোমবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিন ধরে বাংলাজুড়ে যে ঝড়-বৃষ্টি হয়েছে তা আপাতত সেভাবে মিলবে না। ফলে দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে। বাড়বে গরমের অস্বস্তি। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে।