কলকাতা 6 মার্চ: দক্ষিণবঙ্গে গরম হাওয়ার দাপট অব্যাহত ৷ বাড়ছে দিনের তাপমাত্রা। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পা দেওয়ার আগেই তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তাতে দাবদাহ শুরু হওয়া সময়ের অপেক্ষা। আজ সোমবার রংয়ের উৎসবের আগের দিন হলেও সকাল থেকে ঝাঁ ঝাঁ রোদে বাইরে বেরনোই দায়। সকাল থেকেই রোদের তাপে ছ্যাঁকা লাগছে গায়ে। শুধু আজ নয়। গত কয়েকদিন ধরেই সূর্যের তেজে চাঁদিফাটা গরম। পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে এরাজ্যে। ফলে পশ্চিমের জেলা-সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather Forecast)।
দিনে তো বটেই, রাতের তাপমাত্রাতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম বাতাসের কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ 33 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে 34 ডিগ্রির ঘরে প্রবেশ করতে চলেছে। চলতি সপ্তাহে তা 35 ডিগ্রি ছুঁয়ে ফেলার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর বলছে রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি।