পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Forecast: চলতি সপ্তাহে এই মরশুমের শীত নিচ্ছে বিদায়! স্বাগত 'বসন্ত' - তাপমাত্রা

উত্তুরে ঠান্ডা হাওয়ার হাত ধরে বঙ্গজুড়ে ফিরেছে শীতের আমেজ ৷ চলছে পারদের ওঠানামা। তবে তা আর চিরস্থায়ী নয় ৷ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গেল। হাওয়া অফিস বলছে এমরশুমের শীতের বিদায় আর কয়েকদিন মাত্র (West Bengal Weather Report) ৷

West Bengal Weather Forecast
ফাইল ছবি

By

Published : Feb 6, 2023, 6:57 AM IST

Updated : Feb 10, 2023, 6:37 AM IST

শীত বিদাের খবর দিল আবহাওয়া দফতর

কলকাতা, 6 ফেব্রুয়ারি:জানুয়ারি মাসের শুরুতে হাড় কাঁপানো ঠান্ডা দেখেছে বঙ্গবাসী। কিন্তু তারপর থেকে ক্রমশ বেড়েছে তাপমাত্রা। কিন্তু গত 2 দিন ধরে আবারও বঙ্গে ফিরেছিল শীতের আমেজ। পারদের এই ওঠা নামায় শীতের বিদায় পর্ব শেষ হতে চলেছে ৷ আজ থেকেই পারদ চড়তে চলেছে একাধিক জেলায়। এখন যা অবস্থা, তাতে একাধিক জেলার মানুষ শীতের জামাকাপড় অনায়াসে আলমারিতে তুলে দিতে পারেন। তবে একাধিক জেলায় কুয়াশা থাকবে কয়েকদিন। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, তা জানাল হাওয়া অফিস (West Bengal Weather Update) । ৷

হালকা ঠান্ডার আমেজে শীত বিদায়ের প্রস্তুতি। ভোরে ঠান্ডার অনুভূতি, বেলা বাড়লে তা উধাও। আবার সূর্য ডুবলে ফের ঠান্ডার বোধ। তাপমাত্রার সামগ্রিক ওঠা-নামায় শীত বিদায়ের ছবি। সাধারণত মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে শীত বঙ্গ থেকে বিদায় নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীতের বিদায় আর কয়েকদিন মাত্র ৷

সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। তারমধ্যে আগামী তিন দিন সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রির মতো কম রয়েছে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। আগামী তিন দিনের তাপমাত্রাও 3 ডিগ্রি বাড়বে আর তা মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন নেই ৷ সেখানকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি চলছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী তিন দিন সকালের দিকে কুয়াশা থাকবে।

আরও পড়ুন:আজ রোমান্সে মজবে মেষ রাশির জাতক-জাতিকারা, আপনার ভাগ্যে কী রয়েছে তা জানতে দেখুন রাশিফল

তিনি আরও জানান, দার্জিলিং আর কালিংপংয়ে আগামী চার থেকে পাঁচ দিন দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 92 শতাংশ। সোমবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Feb 10, 2023, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details